বাউল সম্রাট লালন শাহ্, লালন-গুরু সিরাজ শাহ্, লোক কবি পাগলা কানাই, মরমি কবি পাঞ্জু শাহ্, দুদ্দু শাহ্সহ বাংলাসাহিত্যের প্রখ্যাত কবি গোলাম মোস্তফা কিংবা মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্মভূমি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অ লের প্রসিদ্ধ ঝিনাইদহ জেলা। এই ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ গ্রামে মাতুলালয়ে ১৩৯৪ বঙ্গাব্দের ৩রা বৈশাখ এ সময়ের কবি, গল্পকার ও শিশুসাহিত্যিক সোহেল বীর জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস একই উপজেলার ভবানীপুর গ্রামে। বাবা মানোয়ার হোসেন বীর এবং মা সামছুন্নাহার বেগম। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার বড়। স্কুল জীবন থেকেই লেখালেখির শুরু।
স্বীয় গ্রামের স্কুল থেকে এস.এস.সি ও ঝিনাইদহ সরকারি কে.সি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ থেকে বি.এস.সি অনার্স ও এম.এস.সি পাশ করেন। পড়াশোনার পাশাপাশি জাতীয় দৈনিকে সংবাদিকতাসহ অভিনেতা, সঙ্গীত শিল্পী ও আবৃত্তিকার হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ পরিচিত ছিলেন। এছাড়া বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের ‘যুব সম্ভার’ অনুষ্ঠানে খেলাধুলার সংবাদ পাঠক হিসেবে কাজ করতেন। ব্যক্তিজীবনে তিনি একজন ফার্মাসিস্ট। বর্তমানে একটি স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত আছেন। জাতীয় দৈনিকসহ বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। সোহেল বীরের প্রকাশিত গ্রন্থ ৭টি। ‘তা ধিন ধিন মনটা আমার’, ‘পোড়াবাড়ি রহস্য’, ‘টুটুন ও টুম্বা ভূত’, খোকন তুমি মানুষ হবে উল্লেখযোগ্য গ্রন্থ।