
মোহাম্মদ হাসান আলী গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার গোসাইরহাট ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মো. মামুন চৌধুরীকে জীবন নাশের হুমকি ও শ্লোগান দিয়া ঘটনাস্থল ত্যাগ করে কিশোরগ্যাং৷গত ১৭ এপ্রিল আনুমানিক দুপুর ১টার সময় বটনা গ্রামে এ ঘটনা ঘটে৷আটককৃত হলেন গোসাইরহাট ইউনিয়নের কামাড্যা গ্রামের কাদের মাঝির ছেলে রুবেল মাঝি (২০)৷ছাত্রলীগের সভাপতি মোঃ মামুন চৌধুরী বাদী হয়ে গোসাইরহাট থানায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, ১। সুজন রাড়ী (২০), ২। সোহাগ রাড়ী উভয় পিতা শাহজালাল রাড়ী, ৩। হৃদয় সরদার (২২), পিতা মনির সরদার সর্ব সাং বটনা ৪। আসাদ শেখ (২১), পিতা জয়নাল শেখ ৫। রুবেল মাঝি (২০), পিতা কাদের মাঝি উভয় সাং কামাড্যা ৬। কাঞ্চন লাকুরিয়া (২৫), ৭। কালু লাকুরিয়া (২২), উভয় পিতা জৌক্কা লাকুরিয়া ৮। রিপন লাকুরিয়া পিতা সিরাজ লাকুরিয়া সর্ব সাং খাটরা, সর্ব ইউ,পি গোসাইরহাট, থানা গোসাইরহাট, জেলা শরীয়তপুর৷এলাকাবাসীর একাধিক অভিযোগ, রবিন নামে একজনের ছত্রছায়ায় থেকে পাড়ামহল্লা, অলিগলি দাপিয়ে বেড়াচ্ছে তারা। মোটরসাইকেল নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘুরে বেড়ানোর কারণে সবার কাছে আতঙ্কের নাম এখন ‘কিশোর গ্যাং’। সন্ধ্যা পরবর্তী সময়ে কিশোরগ্যাং এর প্রায় ২০/২৫ জন চক্রের দলবল নিয়মিতভাবে নিয়া একেক সময়ে একেক এলাকায় প্রবেশ করে এবং এলাকায় সাধারন লোকজনদের আতংকিত করিয়া তোলে এবং খুন খারাবী করার হুমকি প্রদান করে।মামুনের বাবা অলিউল্লাহ চৌধুরী বলেন, গত ইং ১৭ তারিখ দুপুর অনুমান ০১.০০ ঘটিকার সময় কিশোরগ্যাং এর নেতৃত্ব দানকারী দলীয় রবিন লাকুরিয়ার খালাতো ভাই নেতা সুজন রাড়ীর উস্কানি পাইয়া সকল উল্লেখিত সকল বিবাদী সহ অজ্ঞাত নামা আরো ১৪/১৫ জন কিশোরগ্যাং মামুনকে আক্রমন করার জন্য ছেনদা, চাপাতি, চাইনিজ কুড়াল, হকিস্টিক, লোহার রড ইত্যাদি নিয়া আমার ছেলে মানুনের উপর হামলা চালায়। এ সময় প্রতিবেশীসহ এলাকার লোকজন চারদিক থেকে ছুটাছুটি করিয়া আগাইয়া আসিলে গ্রামবাসীর আগমনের ভয়ে মামুনকে জীবন নাশের হুমকি ও শ্লোগান দিয়া ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি স্থানীয়, আক্তার মাঝি, খোরসেদ দেওয়ান, মোয়াজ্জেম ফকির, কামাল রাড়ীসহ এলাকার শত শত নারী পুরুষ এই ঘটনা দেখে এবং জানে।ছাত্রগীগের সভপতি মো. মামুন চৌধুরী বলেন, বিগত অনুমান ৩/৪ বছর পূর্ব হইতে কিশোরগ্যাং পরিচয় দিনে এবং রাতের বিভিন্ন সময়ে এলাকায় বিচরন করে এবং বিভিন্ন প্রকার নেশাপান করিয়া এলাকার সর্বত্র ঘোরাফেরা করে এবং অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকিয়া হুমকি দামকি ভয়ভীতি দেখাইয়া ত্রাস সৃষ্টি করিয়া আতংকিত করিয়া তোলে৷ এই প্রতিবাদের কারনে সকলে একজোট হইয়া আমাকে সহ এলাকার সাধারন মানুষকে মারপিট খুন খারাবী করার জন্য মাঝেমধ্যেই একেক জায়গায় হানা দেয়। আমি বিষয়টি আমার সংগঠনের সকলকে জানাইয়া এবং উর্ধতন নেতা নেত্রীকে জানাইয়া বিবাদীদের অসামাজিক কর্ম কান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করায় বিবাদীরা আমাকে হত্যা গুমের উদ্দেশ্যে পায়তারা করিতে থাকে।সাংবাদি মনিরুজ্জামান মনির ও হুমায়ন কবির ছৈয়াল বলেন, ঘটনা স্থানে গেলে রবিন লাকুরিয়া নামে একলোক সন্ধার পরে মুঠোফোনে তাদেরকে বলে নিউজে যেন তার নাম আসে৷ সাংবাদিক আরো বলেন রবিন লাকুরিয়া একেক যায়গায় সাংবাদিক পরিচয় দেয় খবর নিয়ে দেখি রবিন ভূয়া সাংবাদিক৷গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) পুস্পেন দেবনাথ বলেন, ঘটনা স্থান থেকে ছেনদা, চাপাতি, চাইনিজ কুড়াল, হকিস্টিক, লোহার রড উদ্ধার করা হয়েছে, ছাত্রলীগের সভাপতি মো. মামুন চৌধুরী ৮ জনের বিরুদ্ধে অভিযোগ করছে, তাদের মধ্যে ১ জনকে ধরতে সক্ষম হয়েছি, বাকীদেরকে ধরা চেষ্টা চলছে৷