চলতি সময়ে আলোচনায় আছে আরশাদ আদনান প্রযোজিত ও হিমেল আশরাফ পরিচালিত সুপারস্টার শাকিব খানের সিনেমা “রাজকুমার”। বিশ্বের বিভিন্ন প্রান্তে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করে প্রসংশায় ভাসছেন কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফ।
এ যেনো নিজের মনের মধ্যে থাকা দেশপ্রেম, অভিনয়ের মাধ্যমে অসাধারণ ভাবে প্রকাশ করে। তার এই অভিনয় সিনেমাতে আলাদা মাত্রা যোগ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী প্রসংশায় ভাসছেন দেশ বরেণ্য এই অভিনেতা। উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের দাবিও।
তাঁর অসাধারণ অভিনয়ে কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি সিনেমার প্রযোজক রাষ্ট্রপ্রতি পুত্র আরশাদ আদনান। আমেরিকায় অবস্থানরত আহমেদ শরীফকে ফোন কলে অভিনয় নৈপুণ্যের কথা জানিয়ে প্রযোজক বলেন, যেকোনো দেশপ্রেমিক মানুষকে আপনার এই চরিত্র চোখে পানি আসতে বাধ্য করবে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, “আহমেদ শরীফ একজন সিনিয়র অভিনেতা, উনি যত সময় পর্দায় ছিলেন এক সেকেন্ডও দর্শক অন্য মনস্ক হতে পারবে না। একে বলে সিনিয়র অভিনেতা, শ্রদ্ধা আপনাকে।” অন্য আরেকজন লিখেছেন, “শাকিব খানের পর সবচেয়ে ভাল লেগেছে আহমেদ শরীফের অভিনয়। আমেরিকায় বসবাসরত আহমেদ শরীফ প্রথমে খিটমিটে মেজাজের বৃদ্ধ, শেষে তার মৃত্যুর পর এক চিঠিতে দেশপ্রেমের প্রতি আর্তনাদে আমার চোখ ভিজে এসেছে। সরিষা ক্ষেতে আহমেদ শরীফের হাত বুলানো, আহা কি দারুণ চিত্রায়ণ! আহমেদ শরীফ সবাইকে কাঁদালেন। আমার ধারণা পার্শ্ব অভিনেতার শাখায় তিনি এই সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন।”
রাজকুমার রোমান্টিক ধাচের চলচ্চিত্র। এই সিনেমায় মূখ্য চরিত্রর অভিনয় করেছেন শাকিব খান এ কোর্টনি কফি।
তানজিদ শুভ্র/