আজ বৃহস্পতিবার (০২ মে) দেশগ্রাম মিডিয়া সেন্টার-এর চেয়ারম্যান মোস্তফা কামাল মাহ্দী’র জন্মদিন। তিনি একাধারে সাংবাদিক, সাহিত্যিক, গবেষক, সম্পাদক, ইসলামী চিন্তাবিদ এবং রাজনীতিবিদ।
নব্বই দশকের মাঝামাঝিতে বিনোদন ম্যাগাজিন সাপ্তাহিক ছায়াছন্দে লেখালেখির মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন মোস্তফা কামাল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে উচ্চ শিক্ষাগ্রহণ করেন। এক যুগের বেশি সময় ধরে দেশের জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক পত্রিকা এবং ম্যাগাজিনে লেখালেখি, সাংবাদিকতা ও উচ্চ পদে কাজ করার পর জাতীয় সাপ্তাহিক দেশগ্রাম পত্রিকা এবং পরবর্তীতে দেশগ্রাম মিডিয়া সেন্টার প্রতিষ্ঠা করেন। তিনি দক্ষিণ বাংলা পদক, মাদারীপুর মিডিয়া সেন্টার এর সম্মাননা, তর্কবাগীশ সাহিত্য পদক, ওমর সানী অফিসিয়াল ফ্যান ক্লাব এর আজীবন সম্মাননা পদক পেয়েছেন।
তিনি ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে তার নিজ এলাকা পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তিনি ন্যাশনাল পিপলস পার্টি -এনপিপির কেন্দ্রীয় নেতা ছিলেন।
তিনি শাহীনা রব স্মৃতি পদক, দেশগ্রাম সাহিত্য সংসদ – দেসাস পদক, দেশগ্রাম পদক এর প্রতিষ্ঠাতা।
তার জন্মদিন উপলক্ষে আজ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, দোয়ার অনুষ্ঠান এবং ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে জনবন্ধু মোস্তফা কামাল মাহ্দী ফ্যান ক্লাব। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত থাকবেন সাবেক হুইপ, ধর্মমন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দীন আল-আজাদ। ক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ সুমনের সভাপতিত্বে প্রধান আলোচক থাকবেন দেশগ্রাম মিডিয়া সেন্টারের উপদেষ্টা সম্পাদক কবি সৈয়দ নাজমুল আহসান, দোয়া মোনাজাত পরিচালনায় থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন এবং বিজ্ঞানভিত্তিক আলোচক আল্লামা খন্দকার শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দৈনিক দেশজগতের সম্পাদক কবি মাহমুদুল হাসান নিজামী, বাংলা সিটি ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম, সমাজসেবক লোকমান হেকিম, প্রকাশনা শাখার প্রধান জান্নাতুল ফেরদৌস, সমাজসেবক আনোয়ার হোসেন মঞ্জু, রাজনীতিবিদ শেখ জনতা ফারুক, সাইফুর রহমান তৌহিদ, মোঃ হানিফ শিকদার এবং গাজী মোহাম্মদ বেলাল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সাহাব উদ্দিন শিহাব, সিনথিয়া জারা এবং জিয়াউদ্দিন।