দিল ফকফকা তো দুনিয়া ফকফকা
অধম নূর ইসলাম
কোথায় খোদা সে মহাব্বত
যার জন্য সৃষ্টি করিয়াছ তোমার জগত,
বদলিয়ে গেছে তোমার সৃষ্টির সেরা মাখলুকাত
নেই কারো প্রতি কারো মহাব্বত,
হায়, দেখিয়া ভাবি এই কী তোমার জগত
বিশ্ব হাসে, বিশ্ব কাঁদে, বিশ্ব ভাবে, বিশ্ব অবাক দেখে তোমার মানব
ও খোদা মানবের হৃদয়ে নেই মহাব্বত
মানবের হৃদয় হয়ে গেছে পাথর।
দিল ফকফকা তো দুনিয়া ফকফকা,
নেই খোদা অন্তরে তোমার প্রতি ভয়
হায়, খোদা ভয় নেই তোমার প্রতি
মানুষ মেরে খায় মানুষের সম্পদ,
অর্থ ছাড়া স্বার্থ ছাড়া কেউ কারো প্রয়োজনে আসে না
কোথায় খোদা সে মহাব্বত,
মানুষ মানুষ হবে, রবে মানুষের পাশে, মানুষ বাঁচবে
এই জগত মানুষের হবে।
লোভ লালসা হিংসা অহংকার দ্বন্দ করিওনা হে মানব,
আমি কাঁদি জীবনদাতা, যখন দেখি ভাই দেয় ভাইয়ের মনে ব্যথা
পিতার শত্রু পুত্র মেয়ের শত্রু মা বোনের শত্রু বোন!
হায়, দুর্নীতিতে ঘেরা আজ সমাজ হে
মানবতা দিয়ে জয় হোক বিশ্ব জগত যে
হোক জয় মানুষের,
তুমি বাঁচাও মানুষ, জয় হোক মানবতার
শুদ্ধ হোক অন্তর, ফিরে আসুক মহাব্বত।
মাখলুকাত হও তুমি কর্মে সৃষ্টির সেরা হে।
অধম নূর ইসলাম
কোথায় খোদা সে মহাব্বত
যার জন্য সৃষ্টি করিয়াছ তোমার জগত,
বদলিয়ে গেছে তোমার সৃষ্টির সেরা মাখলুকাত
নেই কারো প্রতি কারো মহাব্বত,
হায়, দেখিয়া ভাবি এই কী তোমার জগত
বিশ্ব হাসে, বিশ্ব কাঁদে, বিশ্ব ভাবে, বিশ্ব অবাক দেখে তোমার মানব
ও খোদা মানবের হৃদয়ে নেই মহাব্বত
মানবের হৃদয় হয়ে গেছে পাথর।
দিল ফকফকা তো দুনিয়া ফকফকা,
নেই খোদা অন্তরে তোমার প্রতি ভয়
হায়, খোদা ভয় নেই তোমার প্রতি
মানুষ মেরে খায় মানুষের সম্পদ,
অর্থ ছাড়া স্বার্থ ছাড়া কেউ কারো প্রয়োজনে আসে না
কোথায় খোদা সে মহাব্বত,
মানুষ মানুষ হবে, রবে মানুষের পাশে, মানুষ বাঁচবে
এই জগত মানুষের হবে।
লোভ লালসা হিংসা অহংকার দ্বন্দ করিওনা হে মানব,
আমি কাঁদি জীবনদাতা, যখন দেখি ভাই দেয় ভাইয়ের মনে ব্যথা
পিতার শত্রু পুত্র মেয়ের শত্রু মা বোনের শত্রু বোন!
হায়, দুর্নীতিতে ঘেরা আজ সমাজ হে
মানবতা দিয়ে জয় হোক বিশ্ব জগত যে
হোক জয় মানুষের,
তুমি বাঁচাও মানুষ, জয় হোক মানবতার
শুদ্ধ হোক অন্তর, ফিরে আসুক মহাব্বত।
মাখলুকাত হও তুমি কর্মে সৃষ্টির সেরা হে।