আধুনিক সুযোগ, সুবিধা সম্বলিত ফুলবাড়ীয়া উপজেলা সদরের লুঙ্গী মহলে গতানুগাতিক ধারার পরিবর্তন নিয়ে “ফুলবাড়ীয়া আইসিটি ট্রেনিং ইন্সটিটিউট” এর যাত্রা শুরু হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বাদ মাগরিব এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ, আল-হেরা একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ, ফুলবাড়ীয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খন্দকার মাওলানা লুৎফুর রহমান, শিক্ষক এবিএম জাকির হোসেন, ডা. শাখাওয়াত হোসন বিপুল, কারিগরি শিক্ষার কনসালটেন্ট মো. তৌহিদুজ্জামান, ফুলবাড়ীয়া আইসিটি ট্রেনিং ইন্সটিটিউট এর ভারপ্রাপ্ত পরিচালক মোঃ তানজিত প্রমুখ।
বক্তারা শুভেচ্ছা জানিয়ে বলেন, এই ট্রেনিং সেন্টার থেকে মানসম্মত কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে প্রশিক্ষিতরা দেশের সম্পদে পরিণত হবে। এতে পরিবার যেমন উপকৃত হবে, তেমনি অত্র প্রতিষ্ঠানের সুনাম চারদিকে ছড়িয়ে পড়বে।
এই আয়োজনে সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ অংশ নেওয়ায় পরিচালনা পর্ষদের পক্ষে মো. তৌহিদুজ্জামান ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।