
কাজী মালিহা আকতার:
বিগত বছরের ন্যায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র বিতরণের আয়োজন করে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ ইউনিট।
গত শনিবার (১ ফেব্রুয়ারি) 'সুবিধাবঞ্চিত শিশু নিকেতন' এর শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আয়োজনে সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ ইউনিটের দলনেতা সৌরিক দেওয়ানজী। এই আয়োজনে চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট কর্তৃক প্রায় ৪০ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ. ন. ম তামজিদ, যুব উপপ্রধান-১ সুজিত রুদ্র এবং দুর্যোগ ও মানবিক সাড়াপ্রদান বিভাগীয় প্রধান মো: রাকিবুল ইসলাম। পাশাপাশি উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ ইউনিটের কমিটি মেম্বার ও সদস্যরা।