
ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল, নারায়ণগঞ্জে সরকারি ইউনানী ওষুধসহ বিভিন্ন বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।
দুদক সূত্র জানায়, মঙ্গলবার অভিযানের সময় হাসপাতালের ২০২১-২২ থেকে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বরাদ্দ, দরপত্র, কোটেশন, কার্যাদেশ, ওষুধ গ্রহণের চালান, ওষুধ স্টক রেজিস্টার এবং বিতরণ রেজিস্টারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র খতিয়ে দেখা হয়। বাজেট বরাদ্দ ও ব্যয়ের রেকর্ডপত্র, ক্রয় সংক্রান্ত রেজিস্টার এবং রোগীদের কাছে ওষুধ বিতরণের শর্ট স্লিপও যাচাই করা হয়।
এনফোর্সমেন্ট অভিযান চলাকালে দুদকের কর্মকর্তারা হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগগুলোর বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ এই প্রক্রিয়ায় সহায়তা করে।
অভিযান শেষে এনফোর্সমেন্ট টিম একটি বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করবে। প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে দুদক কর্মকর্তারা জানিয়েছেন।
হাসপাতালের সেবাগ্রহীতারা দীর্ঘদিন ধরেই ওষুধ সরবরাহে ঘাটতি এবং পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই জানিয়েছেন, ইউনানী ওষুধ ও অন্যান্য চিকিৎসাসামগ্রী নিয়মিত পাওয়া যায় না।