দরকার যখন এক রান, ছক্কা হাঁকিয়েই জয় নিশ্চিত করলেন বেন স্টোকস। ৭.২ ওভারে ৮৭ রান তুলে ১০ উইকেটের বিশাল জয় ইংল্যান্ডের। টেস্টে তারা রান তাড়া করলো ওভারপ্রতি ১১.৮৬ গড়ে। এই না হলে বাজবল ক্রিকেট!
ইংলিশদের বাজবল স্টাইলের সঙ্গে কুলিয়ে উঠতে পারলো না ওয়েস্ট ইন্ডিজ। এজবাস্টন টেস্টে তিনদিনেই ১০ উইকেটের হারে তিন ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো সফরকারীরা।
অথচ প্রথম দুই টেস্ট বড় ব্যবধানে হারের পর এই টেস্টে বেশ কয়েকবার চালকের আসনে বসে পড়েছিল ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট হওয়ার পর ৫৪ রানে ইংল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়েছিল।
২৩১ রানে যখন ৭ উইকেট হারায় ইংলিশরা, তখনও লিড নেওয়ার সম্ভাবনা ছিল ওয়েস্ট ইন্ডিজের। সেখান থেকে আট নম্বর ব্যাটার জেমি স্মিথ ৯৫ আর নয় নম্বরের ক্রিস ওকস ৬২ রানের ইনিংস খেলে দিলেন। প্রথম ইনিংসে ৩৭৬ রান তুললো ইংল্যান্ড।
দ্বিতীয় ইনিংসে ফের লড়াইয়ে ফিরেছিল ক্যারিবীয়রা। ৩ উইকেটেই তুলে ফেলেছিল ১২৫ রান। সেখান থেকে মার্ক উডের বিধ্বংসী বোলিংয়ে (৫/৪০) নাটকীয় ধস নামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে। শেষ ৭ উইকেট তারা হারায় ৫০ রানে, অলআউট হয়ে যায় ১৭৫-এই।
ইংল্যান্ডের সামনে তাই ৮২ রানের মামুলি এক লক্ষ্য দাঁড়ায়। বেন স্টোকস আর বেন ডাকেট রীতিমত টি-টোয়েন্টি খেলে এই লক্ষ্য পাড়ি দেন। ২৪ বলে ফিফটি করেন স্টোকস। ২৮ বলে ৯ চার আর ২ ছক্কায় ৫৭ রানে অপরাজিত থাকেন ইংলিশ অধিনায়ক। ১৬ বলে ২৫ রানে ছিলেন ডাকেট।