নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগরে টাঙ্গুয়ার হাওরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ আওতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৪০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা ।
জানা যায়, টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।এছাড়া সরকারি ঘোষিত নিষিদ্ধ জাল ব্যবহার করে মৎস্য শিকারের অপরাধে ১ টি মামলায় এক ব্যাক্তিকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।জব্দ কারেন্ট জালের মুল্য আনুমানিক ১৭ হাজার টাকা।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুর রহমান,এএসআই কিম্মত আলী মীর প্রমুখ।
ইউএনও অতীশ দর্শী চাকমা বলেন, এ ধরনের অভিযান চলমান থাকবে।