
স্টাফ রিপোর্টারঃসুনামগঞ্জের মা মাছের অভয়ারণ্য খ্যাত দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে বাফারজোন চিহ্নিত সোনাডুবি বিলের পারমিটধারী জেলেদের উপর হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে,জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সোনাডুবি বিল সংলগ্ন রংচি গ্রামের শুকুর আলীর ছেলে দাঙ্গাবাজ আজিম উদ্দিন (৪০)গংদের উপর। এ ঘটনায় রবিবার (১৯জানুয়ারি)সোনাডুবি বিলের পারমিট গ্রহণকারী জেলে রংচি গ্রামের হাজী নবী হোসেনের ছেলে সোহেলী মিয়া বাদী হয়ে দাঙ্গাবাজ আজিম উদ্দিনসহ ১৪,জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০-১২ জনের নামে মধ্যনগর থানায় একটি লিখিত অভিযোগ করেন। জানাযায় সংরক্ষিত জলাভূমি টাঙ্গুয়ার হাওর পাড়ের গ্রাম উন্নয়ন সমবায় সমিতির দরিদ্র জেলেদের জীবিকা নির্বাহ করতে সরকার হাওরের বাফারজোন চিহ্নিত বিলে প্রতি বছর পারমিট পদ্ধতিতে,নির্ধারিত মাছ ধরার সরঞ্জাম দিয়ে,তিন মাসের জন্য মৎস্য আহরণের অনুমতি দেয়।এরই প্রেক্ষিতে ৬জানুয়ারি থেকে ৮জানুয়ারির মধ্যে হাওর পাড়ের গ্রাম উন্নয়ন সমবায় সমিতিগুলোকে পারমিট ক্রয়ের জন্য আহবান করে নোটিশ প্রদান করে তাহিরপুর উপজেলা প্রশাসন।পারমিট বিজ্ঞপ্তি আলোকে নির্ধারিত সময়ে পারমিট ক্রয়ের জন্য আবেদন করে রংচি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি।আবেদনটি গ্রহণযোগ্য হলে কর্তৃপক্ষের নির্দেশে নির্ধারিত পারমিট মূল্য পরিশোধ করে সোনাডুবি বিলে দেখবাল করার জন্য পাহাড়াদার পাঠালে পাহাড়াদারসহ সমিতির সদস্যদের উপর ১৭ জানুয়ারি রাত আনুমানিক ১টার সময় অতর্কিত হামলা করে বিলের মাছসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়,আজিম উদ্দিনসহ অভিযুক্ত ব্যক্তিরা।স্থানীয়দের তথ্যমতে জানাযায় টাঙ্গুয়ার হাওর সংরক্ষণের দায়িত্বে থাকা আনসার ও টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির দায়িত্বশীল লোকজনদের আঁতাত করে আজিম উদ্দিন ও তার সহযোগীরা গত দুই মাস ধরে সোনাডুবি বিলে অবৈধভাবে মৎস্য আহরণ করে আসছিল।সম্প্রতি পারমিট ক্রয়ের মাধ্যমে রংচি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যরা সোনাডুবি বিলে মাছ ধরার অনুমতি পেয়ে বিলে অবস্থান করতে গেলে তাদের পাহাড়াদারসহ সমিতির সদস্যদের উপর হামলা চালায়।এ ব্যাপারে মধ্যনগর থানা অফিসার ইনচার্জ ওসি মো. সজীব রহমান জানান এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।