সোহেল রানা তালতলী প্রতিনিধি:
বরগুনার তালতলীতে রাতে চুরি ডাকাতি ও লুটপাট ঠেকাতে উপজেলা প্রশাসনের সাথে টহল দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। প্রশাসনিক সংকটে রাতে ছাত্রদের কাছে পেয়ে খুশি প্রশাসন, এজন্য রাতে কমছে চুরি ডাকাতি ও লুটপাটের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা।
গত পাঁচ আগস্ট আওয়ামীলীগ সরকারের পদত্যাগের পর আইন-শৃঙ্খলার অবনতি হয়, দেশের বিভিন্ন স্থানের মতো তালতলীতেও শুরুহয় চুরি ডাকাতি, লুটপাট ও অগ্নিসংযোগের মতো ঘটনা। প্রশাসন তৎপর না থাকায় রিতিমত এটি উৎসবে রূপ নেয়।বিষয়টি ছাত্র সমাজের নজরে আসে এবং এসকল বিষয় প্রতিহত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র সমাজ উপজেলায় সমন্বয় কমিটি গঠন করে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেয়। তখন থেকেই কমিটির সদস্যরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে দিনের বেলায় ট্রাফিক কন্ট্রোল এবং রাতে এলাকায় পাহারা দিচ্ছে। ছাত্রদের এমন কর্মকান্ডের প্রশংসা করেছেন প্রশাসন ও সুশীল সমাজ।
তালতলী "সমুদ্র সমাজ সুশীল সংগঠনের'' সভাপতি নজরুল ইসলাম লিটু বলেন, পুলিশ প্রশাসন না থাকায় দেশের আইন শৃংখলায় ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, আমি তাদের ধন্যবাদ জানাই।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা বলেন, ছাত্রদেরকে আমি সাধুবাদ জানাই কিন্তু তাদের সিকিউরিটি নিয়েও আমি চিন্তিত। কারণ দুর্বৃত্তরা ছাত্র ,ভালো-মন্দ কিছুই বোঝেনা।