মাসুদ রানা: সুজানগর
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা বাতিলের দাবিতে সুজানগরের নাজিরগঞ্জ বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৭জুলাই) দুপুরের পর সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নাজিরগঞ্জ বাজারে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এর পর নাজিরগঞ্জ বাজার থেকে মিছিল শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাজিরগঞ্জ বাসস্টান্ডে শেষ হয়।
মিছিলে সাধারণ শিক্ষার্থীরা স্লোগান দেন, আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, কোটা না মেধা? মেধা মেধা’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।