শিরোনাম
শুক্রবার ১১ অক্টোবর ২০২৪
শুক্রবার ১১ অক্টোবর ২০২৪

সর্বনাশ যা হওয়ার তো হয়ে গেছে: মৌসুমী হামিদ

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:রবিবার ২৯ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৯ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
Image

বিভিন্ন সময়ে শুটিংয়ে বিভিন্ন আপত্তিকর ঘটনা ঘটে শোবিজ শিল্পীদের সঙ্গে। অনেকে তা নিয়ে মুখ খুলেন আবার অনেকেই আত্মসম্মানের কথা নীরব থাকেন। শুটিং সেটে ঘটে যাওয়া পুরনো এক অপ্রীতিকর ঘটনার কথা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ।


দীর্ঘ এক ফেসবুক পোস্টে মৌসুমী বলেন, ‘শুটিংয়ের একটা ঘটনা শেয়ার করি, প্রায় ৩ বছর আগের কথা; পুবাইল শুটিং করছি। বেশ রাত হয়েছে কিন্তু অনেক কাজ বাকি। সাধারণত আমরা যখন শুটিং করি বিশেষ করে আউটডোর, তখন কাজের চাপ থাকে বেশি এবং শুটিং লোকেশন এবং মেকাপ রুম বা চেঞ্জ রুম বেশ দূরে হয়। বারবার দৌড়াদৌড়ি করে কাপড় পাল্টাতে বেশ কষ্ট হয় এবং সময়ও বেশি লাগে। রাত সাড়ে ১২ প্রায়। আমি যেখানে শুটিং করছিলাম তার পাশেই একটা মাটির ঘর ছিল যে ঘরে লাইটের কিছু জিনিস পত্র রাখা ছিল। পরিচালক আমাকে খুব করে অনুরোধ করলেন, বারবার মেকাপ রুমে যেয়ে চেঞ্জ করতে যেই সময় লাগছে সেই সময়টাও নেই। উনি বললেন আমি যদি অনুমতি দেই উনি আমার কাপড়ের ব্যাগটা ঐ মাটির ঘরে আনার ব্যবস্থা করবেন ওখানেই চেঞ্জ করতে পারব কিনা। আমি বললাম ঠিক আছে। যদিও সেই ঘরটা মোটেও আরামদায়ক বা সেইফ নয়। তার উপর দেখি ছিটকিনিও নাই দরজায়। আমি বললাম তাহলে কীভাবে হবে?’


অভিনেত্রী আরও বলেন, ‘তখন ক্যামেরায় যিনি ছিলেন উনাকে আমি মামা ডাকতাম। উনি বললেন, মামু তুমি টেনশন নিও না আমি আছি বাইরে পাহারা দিচ্ছি। আমি ওনার কথা বিশ্বাস করে ঐ মাটির ঘরে ঢুকি। সব জানলা বন্ধ করে দেই এবং দরজা চাপিয়ে দেই। আমি নিজেও শুনতে পাচ্ছিলাম ওনারা বাইরেই আছে কথাবার্তা বলছে। পরিচালক তখন সেটে বা অন্য কোথাও।’


মৌসুমী হামিদ বলেন, ‘শাড়িটা পরা শুরু করি নাই তখনো। কি যেন মনে করে শাড়িটার ভাঁজ খুলে আমি পুরো শাড়িটা ওড়নার মত কাঁধের উপর রেখে দেই এবং ঠিক তখনি লাইটের একটা ছেলে হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ে। আমি চিৎকার দিয়ে উঠি “এই চেঞ্জ করি” খুবই অস্বস্তি কর অবস্থা। ছেলেটা প্রচণ্ড ভয় পেয়ে বের হয়ে গেল। সরি আপু আমি জানতাম না আপনি ছিলেন। তখন প্রচণ্ড রাগ হল মামার উপর। চিৎকার দিলাম একটা, আমি শুধুমাত্র সহযোগিতা করার জন্য এমন একটা জায়গায় কাপড় পাল্টাতে রাজি হলাম কারণ আমাকে কথা দেওয়া হয়েছিল বাহিরে একজন দায়িত্ব নিয়ে পাহারা দিবে। কিন্তু ছেলেটা উঠান পার হয়ে ঘরে ঢুকে গেল কেউ ওরে বলল না যে ঘরে আমি আছি।’


ইউনিটের এমন দায়িত্বহীনতায় কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমি যখন ঘরের ভেতরে থেকেই চিৎকার করছি ইউনিটের উপর তাদের দায়িত্বহীনতা নিয়ে, তখন সেই মামা (চিত্রগ্রাহক) বিরক্তি নিয়ে বলে উঠলেন “আরে বাদ দে তো ও তো ঢুকেই বের হইয়া আসছে এইটুকু সময় আর কি দেখছে।” ঐ ছেলেটাকে উদ্দেশ্য করে বলল “ঐ তুই কিছু দেখেছিস?” বলে অসভ্যর মত হাসতে লাগলো। ছেলেটা কোনো উত্তর দিল না।’


অভিনেত্রী আরও বলেন, ‘আমার শরীরের যতখানি অংশ দেখা গেছে সেটা তেমন কোনো বিষয়ই না, আমি নাকি ওভার রিয়্যাক্ট করছি। একথা শোনার পর আমি বের হয়ে জীবনের সর্বোচ্চ রিয়্যাক্ট সেদিন করেছি সেটে। আমার কলিগের কাছে আমার “সম্ভ্রম” এতটা তুচ্ছ? পরিবার ছেড়ে দিনের বেশিরভাগ সময় যাদের সঙ্গে কাজ করি তারা এইভাবে তাদের দায়িত্বহীনতা জাস্টিফাই করবে?’


এ ঘটনায় চিত্রগ্রাহকে সেট থেকে বের করে দেওয়া হয় জানিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘সেটের বেশিরভাগ মানুষের কাছে মনে হয়েছে, দায়িত্ব নেওয়ার পরও নির্লজ্জের মত ওনার ওই খ্যাঁক খ্যাঁক হাসায় আমি যে রিঅ্যাকশন দিয়েছি সেটা বেশি বেশি ছিল। সবাই তার অ্যাকশনকেই জাস্টিফাই করে গেল। কিন্তু পরিচালক আমার চিৎকার শুনে সেখানে এসে পুরো ঘটনা শুনে ওই চিত্রগ্রাহকে সেট থেকে বের করে দেন। এবং উনি নিজেও ভুল বুঝতে পেরে সরি বলেন।’


তিনি আরও বলেন, ‘আমি পুরো ঘটনা ওনাকে বলে ওনার কাছে জানতে চেয়েছিলাম, তোমার পরিবারের কোনো মেয়ে এমন অবস্থায় পড়লে দায়িত্বরত মানুষটা দায়িত্ব পালন না করে যদি এমন করে রসায় রসায় হাসত, তারপর প্রচণ্ড অপমান বোধে যদি তোমার নিজের মেয়ে বা বোন বা তোমার বউ যদি রিয়্যাক্ট করত তুমি কি বলতা তোমার মেয়েকে, মামনি ওভার রিয়্যাক্ট করতেছো কেন? আমি বেশি অবাক হয়েছিলাম সেটে ঐদিন ওই চিত্রগ্রাহকের দায়িত্বহীনতা ও অসভ্যতাকে যারা জাস্টিফাই করছিলেন তাদের ওপর।’


এরপর চলমান প্রসঙ্গ নিয়ে সাদিয়া আয়মানকে নিয়ে মৌসুমী বলেন, ‘আবারো অবাক হয়েছি যারা আয়মান সাদিয়ার ভিডিও দেখে পোস্ট করেছেন “ভিডিওতে তো তেমন কিছুই দেখা যায় নাই” তাদের উপর । যিনি ভিডিওটি পোস্ট করেছেন তার জন্য আমার কিছুই বলার নাই। উনি ভিডিও ডিলিটও করেছেন। আমি সাধুবাদ জানাই কিন্তু সর্বনাশ যা হওয়ার তো হয়ে গেছে। ভিডিও বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে এবং মানুষের ট্রলিং। কারণ আমি ওনাকে যতটুকু চিনি উনি একদমই ক্ষতিকারক মানুষ নন।’


সবশেষে অভিনেত্রী বলেন, ‘বেশ বন্ধু সুলভ হাস্যোজ্জ্বল এবং প্রচণ্ড পরোপকারী মানুষ। আমি বিশ্বাস করতে চাই না উনি উদ্দেশ্য প্রণোদিত হয়ে এমন কাজটা করেছেন। লুকিয়ে বা গোপন ক্যামেরায় তো নয়ই। বরং উনি অনুতপ্তই হয়েছেন বলে আমি মনে করি। কিন্তু যারা বলছেন, এই ভিডিওতে তেমন কিছুই দেখা যায় নাই তাদের জন্য প্রশ্ন আছে, এই তেমন কিছুই না দেখা ভিডিওটির কারণে যে পরিমাণ নোংরা, অসভ্যতা, বুলিং, বডি সেইম, রেইপ থ্রেট মেয়েটাকে সহ্য করতে হয়েছে বা এখনো হচ্ছে সেটা যদি আপনার পরিবারের কোনো মেয়েকে সহ্য করতে হয়, আপনি সেটা দেখার জন্য প্রস্তুত আছেন তো?’



আরও খবর
কেন নিজেকে বদলে ফেলেছেন কারিনা

বুধবার ০৯ অক্টোবর ২০২৪





নাগরপুর একই উঠানে মসজিদ মন্দির ৫৪ বছর ধরে চলে পূজার কাজ

পত্নীতলায় পূজামন্ডপ পরিদর্শন করেন ডিসি আব্দুল আউয়াল

পত্নীতলায় পূজামন্ডপ পরিদর্শন করেন সাবেক এমপি সামসুজ্জোহা

ধান ক্ষেতের ইঁদুর ও পোকা দমনে কৃষি বিভাগের নানা উদ্যোগ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকসহ গ্রেপ্তার ১ জন

কালের বিবর্তনে হারিয়ে গেছে খোলা হাট বাজারের ঢুলে বসে গামছা ও সামনে আয়না দিয়ে নরসুন্দর কাজ হারিয়ে গেছে

বাগাতিপাড়ায় ট্রেনে কেটে অজ্ঞাত যুবকের মৃত্যু

ডোমারে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ১জন আহত

দুমকিতে বলাৎকারের ঘটনায় আটক-১

দুমকিতে এক কলেজ ছাত্রের আত্মহত্যা

সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের বেহাল দশা

সিপিআই পলিটেকনিকে উদ্ভাবনী মেলা

সর্বদলীয় ঐক্য 'নাটোর স্বার্থ রক্ষা কমিটি'র আত্মপ্রকাশ

ঘাটাইলে বনের জমিতে দালান নির্মাণ

মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে,কামরুজ্জামান কামরুল

আগামীকাল শুরু হতে যাচ্ছে বহুল কাঙ্খিত গোলাপবাগ মাঠ রক্ষা আন্দোলন ক্রিকেট টুর্নামেন্ট

ঘাটাইলে বনের জমিতে দালান নির্মাণ

কুমিল্লার গৌরিপুর বাজারের যাত্রী ছাউনির সেপটিক ট্যাঙ্কের ওয়াল নির্মাণে বাঁধা

মধ্যনগরে প্রতিবেদকের মনগড়া বক্তব্যে নিউজ প্রকাশে ক্ষোভ

নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ৩২ দোকান,১২টি অটোরিকশা ও ২ টি সিএনজি পুড়ে ছাই

সিপিআই পলিটেকনিকে মেধাবৃত্তি প্রদান

পোরশায় বাস দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

তেজগাঁও কলেজের ময়মনসিংহ বিভাগীয় ছাত্রকল্যাণ সংসদে নতুন নেতৃত্ব

ধর্মপাশায় প্রাথমিক শিক্ষা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

তারুণ্যের ভাবনায় শিক্ষক

সাধারণ মানুষের নাগালের বাইরে কেন ফলের দাম?

তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

আখাউড়ায় শিক্ষকের লাশ নিয়ে ইউনোর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

উচ্চ শিক্ষা সম্পন্ন করা শিক্ষার্থীদের অধিকাংশই বেকার

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন বাইডেনের


এই সম্পর্কিত আরও খবর

কেমন জীবনসঙ্গী চায় তৃপ্তি দিমরি, জানালেন নিজেই

কেন নিজেকে বদলে ফেলেছেন কারিনা

‘তোমাকে দেখাবো আর ঠাডায় ২টা থাপ্পড় মারবো’

সেই দীঘিতেই ভরসা খুঁজছেন রাফী!

চ্যালেঞ্জ নিতে চান পিউ কাহা

পরীমণির আফসোস

নিজের গোপন কথা ফাঁস করলেন অনন্যা!

বিয়ে-সংসার চাই না, স্বাধীনভাবে বাঁচতে হবে : মিমি চক্রবর্তী

ছবির টিজার মুক্তিতে সংবাদ সম্মেলন, নেই চিত্র নায়িকা!

কাজ পেতে একা দেখা করতে বলায় যা করেছিলেন এই অভিনেত্রী