বলিউডের আর দশজন তারকার চেয়ে আলাদা শ্রদ্ধা কাপুর। ছবি কম করেন। এখানে সেখানে আনাগোনাও কম। চেহারায় যত না তারকার হাবভাব তার চেয়ে বেশি পাশের বাড়ির মেয়ের। এবার ফের দিলেন প্রমাণ। বিমানবন্দরের কর্মীর সঙ্গে সেলফি তুলতে গিয়ে হলেন প্রশংসিত।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, সম্প্রতি বিমানবন্দরের দিকে যেতে দেখা যায় শ্রদ্ধাকে। গাড়িতে ওঠার আগেই অনুরাগীদের কয়েক জন ঘিরে ধরেন তাকে। তাদের ক্যামেরায় হাসিমুখে ছবি তোলেন অভিনেত্রী।
তখন দেখা যায় এক নারী নিরাপত্তাকর্মী শ্রদ্ধার সঙ্গে সেলফি তোলার অনুরোধ জানাচ্ছেন। শ্রদ্ধা ওই নারীর গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে পড়েন। শুধু তা-ই নয়, তার মোবাইল ক্যামেরা নিজের হাতে ঠিক করে দিতেও দেখা যায়, যাতে ছবিটি ভালো ওঠে। অনেকের সঙ্গেই ছবি তোলেন শ্রদ্ধা। তারপর নিজের গাড়িতে উঠে পড়েন।
এদিকে ভিডিও এরইমধ্যে ছড়িয়ে। শ্রদ্ধার এমন বিনয়ে আপ্লুত অনুরাগীরা। ভাসাচ্ছেন প্রশংসায়। কেউ কেউ ভিডিও দেখে ‘রানি’ বলেও ডাকছেন অভিনেত্রীকে।
শ্রদ্ধাকে সবশেষ দেখা গেছে ‘স্ত্রী ২’ সিনেমায়। তুমুল ব্যবসা করেছে ছবিটি। পরিচালনা করেছেন অমর কৌশিক। প্রযোজনা করেছেন যৌথভাবে ম্যাডক ফিল্মস ও জিও স্টুডিওস। চলচ্চিত্রটিতে শ্রদ্ধা ছাড়াও অভিনয় করেছেন রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপারশক্তি খুরানা।