
.
ক্রীড়াই শক্তি - ক্রীড়াই বল এই স্লোগানে.. নোয়াখালীর সোনাইমুড়ীতে জমকালো আয়োজনে শুরু হয়েছে প্রবাসী ও যুব সমাজ কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
(বৃহস্পতিবার ৩০ জানুয়ারি) নদনা ইউনিয়নের দেবপুর প্রবাসী এবং যুব সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যােগে দেবপুর উত্তর পাড়া তালতলা সংলগ্ন মাঠ প্রাঙ্গণে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলা কমিটির উপদেষ্টা মোহাম্মদ আবদুল মান্নান,সোলেমান,,হাজী আবদুল কালাম,লাতু মিয়া,এবং সংগঠনের সহ- সভাপতি মাহবুব আলম (সবুজ),সেক্রেটারী মোহাম্মদ হারুন,সহ সেক্রেটারী ওমর ফারুক, ক্যাশিয়ার মোহাম্মদ সৌরাভ হোসেন সহ সংগঠনের অন্যন্য সদস্যবৃন্দ।