
শেষ পৃষ্ঠার একটি লাইন
মো. সেলিম হাসান দুর্জয়
আমার ব্যর্থ জীবন উপন্যাসের চারশ বিশ পাতা জুড়ে
কেবলই বিষবাষ্প, ঠকে যাওয়ার ইতিবৃত্ত
শেষ পাতা আজও ফাঁকা - বড় নিঃস্ব ;
সে কি ভয়ংকর শব্দচয়ন!
মিথ্যা আর ছলনার অসহ্য বেসাতি
স্মৃতির দীঘিতে আজও তা
নীল সাদা পদ্ম হয়ে ভাসে,
জীবনের প্রহেলিকা বৃষ্টি হয়ে ঝরে
স্নিগ্ধতার উপহাসে।
আমার গল্পে সে আমাকেই ঠকিয়েছে নিঝুম নিঃশব্দে
অট্টহাসি মেখে ঠোঁটে, খুইয়ে নারীর ভূষণ
অশ্রুজলে ভাসি কান্না লুকিয়ে হাসি -
অবশেষে ঠকে গিয়ে বিজয়- আমারই হয়েছে
আমায় হারিয়েছো যা ছিলো তোমার ভীষণ।
ভোলা পথে ভুল করে আর এগোবো না কোনোদিন
শাশ্বত প্রেম কিংবা নেশার টানে,
তাই তোমার প্রেমের চরণে শেষ আশ্রয় মাগি-
হে অনন্যা, সবে তো পরিচয় সেকেন্ড কয়েক
তবুও আলোড়নের সে কি মূর্ছনা দুলিয়ে যাক
পিছনে ফেলে বিভৎস নোংরা অতীতের বাঁক,
জানো? আদি থেকে অন্ত-
কেউ কেউ কয়েক যুগেও মন তো দূরে থাক
ছুঁতে পারে না চোখের আঙিনা- তবুও ঘৃণা মুছে যাক,
আমি না হয় - একটা দাবিই মাগি তোমার হৃদয়পটে
শুধু এক সেকেন্ডের বিনিময় মূল্যে -
তোমার সার্থক জীবন উপন্যাসের
একশ নিরানব্বই পাতার শেষ পৃষ্ঠায়-
একটি লাইন হতে চাই - কোন এক সুখানুভবে
আমিও ছিলাম। আর আমার শেষ পৃষ্ঠা
আজীবন আক্ষেপ হয়ে থাক তোমার আশে!