ফজলুল করিম শেরপুর প্রতিনিধি:
শেরপুরে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (১৭ জুলাই) দুপুর থেকে বিকেল ৬ টা পর্যন্ত শেরপুর শহরের নিউমার্কেট মোড়, থানা মোড় ও চকবাজারে এসব সংঘর্ষের ঘটনা ঘটে। এখনো আন্দোলন শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে রয়েছেন।
দুপুরে্র দিকে সাধারণ শিক্ষার্থীরা শেরপুর সরকারি কলেজে অবস্থান নেন। সেখান থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন স্থানে প্রদক্ষিণের সময় ছাত্রলীগের বাধার মুখে পড়েন তারা । এসময় শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এসময় দুই পক্ষের প্রায় জন আহত হয়। একপর্যায়ে ধাওয়া খেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা চলে গেলেও পুলিশের সঙ্গে থেমে থেমে সংঘর্ষ চলছে এখনো আন্দোলনরত শিক্ষার্থীদের । পুলিশ পরিবেশ শান্ত করতে ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছেন।
সারা শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে শহরের প্রায় সকল পর্যায়ের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।বর্তমানে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে শহরের থানা মোড় থেকে নিউমার্কেট পর্যন্ত পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে রেখেছে। অন্যদিকে আন্দোলনকারীরা কলেজ মোড় থেকে শুরু করে কয়েকটি পয়েন্টে অবস্থান করছে।