আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের ১১ আসন (পটিয়া)র সাবেক সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহেরুল ইসলামের আপন শালা ইমানুল হক খানের বিরুদ্ধে চাঁদা দাবী ও সীমানা প্রাচীর ভেঙে জমি দখলের চেষ্টার অভিযোগে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন মো. জাহাঙ্গীর চৌধুরী (৪৭) নামে এক ভুক্তভোগী। ইমামুল হক খান(৪৮) কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকার মৃত আজিজুল হক খানের ছেলে। তিনি সম্পর্কে সাবেক এমপি মোতাহেরুল ইসলামের আপন শালা। মামলায় ইমামুল হক খান ছাড়াও ওই এলাকার গোলামুর রহমান (৩৮) ও মুবিনুল হক খান(৩৮) নামের আরো দুইজনসহ অজ্ঞাত ৪-৫ জনকেও আসামী করা হয়।
মামলার বাদী জাহাঙ্গীর চৌধুরী বলেন, আমি আমার দখলকৃত জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে আসামীরা নানা ভাবে হুমকি দিয়ে প্রথমে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করে, আমি চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমাকে হত্যার হুমকিও দেয়। আসামীরা সাবেক এমপি মোতাহেরুল ইসলামের আপন শালা হওয়ায় আমরা তাৎক্ষণিক ভয় পায়। পরে চাঁদা না দেওয়া অস্ত্রের মুখে নির্মাণ কাজ বন্ধ করে ভাঙচুর করে চলে যায়।
এবিষয়ে অভিযুক্ত ইমামুল হক খান বলেন, আমার বিরুদ্ধে মামলার বিষয়ে আমি কিছু জানিনা, আমি তাদের বিরুদ্ধে আগে আদালতে মামলা করেছি, তারা এই মামলা থেকে রেহায়পেতে আমার বিরুদ্ধে হয়তো পাল্টা মামলা করেছে।
মামলা পরিচালনাকারী এডভোকেট সোহেল জানান, চাঁদা দাবী ও সীমানা প্রাচীর ভাঙচুর করে জমি দখলের চেষ্টার অভিযোগে তিন জনের নাম উল্লেখ করে আরো ৪-৫ জনকে অজ্ঞাত আসামী করে ভুক্তভোগী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করলে বিজ্ঞ আদালত পর্যালোচনা করে মামলাটি আমলে নেন। সিআর মামলা নং ৫৭৫/২০২৪। আশা করি আমরা আদালতে ন্যায় বিচার পাব।