
রংপুরে দ্বিতীয়বারের মতো সফলভাবে অনুষ্ঠিত হলো স্কিল ডেভেলপমেন্ট সামিট । NUSDF এর আয়োজনে ১ ফেব্রুয়ারি (শনিবার) রংপুর পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের শৈল ভবনে দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই আয়োজনে প্রায় ৩০০ জন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণত নিজেদের ক্যাম্পাস থেকে প্রয়োজনীয় স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং পান না। এই ঘাটতি পূরণ করতেই NUSDF বাংলাদেশ এর যাত্রা শুরু ২০২০ সালে করোনাকালীন সময়ে রিয়াজ হোসাইনের উদ্যোগে। ইতোমধ্যে ঢাকায় ৪ বার, চট্টগ্রামে ২ বার এবং রংপুরে দ্বিতীয়বার এটি সফলভাবে আয়োজন করা হলো।
আয়োজনে শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট, উদ্যোক্তা হওয়ার দক্ষতা, যোগাযোগ দক্ষতা এবং কর্পোরেট জগতে প্রবেশের কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
NUSDF-এর ভাইস প্রেসিডেন্ট জাহিদুল হোসাইন জানান, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কিল বৃদ্ধি করার মাধ্যমে তাদের চাকরির বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হবে।”
আয়োজনে অংশগ্রহণকারীরা জানান, এমন একটি দক্ষতা উন্নয়নমূলক আয়োজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সত্যিই এক অনন্য সুযোগ। স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি তারা নেটওয়ার্কিং ও ক্যারিয়ার গঠনের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে।
/শুভ্র