
রাজধানীর আকাশে সূর্যের দেখা নেই বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে। কুয়াশার চাদরে ঢাকা আকাশ যেন আবার শীত জেঁকে বসার ইঙ্গিত দিচ্ছে। ইতোমধ্যে কনকনে ঠান্ডা বাতাসে জুবুথুবু রাজধানীবাসী। এছাড়া ঢাকার বাইরে কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদফতর সূত্রে এ সব তথ্য জানা গেছে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ‘কুয়াশার কারণে সূর্যের তাপ পাওয়া যাচ্ছে না। দুপুর পর্যন্ত অনেক এলাকায় ঘন কুয়াশা থাকতে পারে। এতে তাপমাত্রা আরও কিছুটা কমে আসতে পারে। ঢাকায় এমনিতেই কনকনে হাওয়া বইছে। অন্য কিছু এলাকায় তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে।’
আবহাওয়া অধিদফতর জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে দিনের তাপমাত্রা। ঘন কুয়াশার কারণে দিনে শীতের অনুভূতি বাড়তে পারে।