মাসুদ রানা,স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর পত্নীতলায় নোউ ক্যান্সার ফোরাম ও গ্রামীণফোন এর পার্টনারশিপ ও সিম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে নজিপুর পৌরসভার সরদারপাড়া মোড়ে ইউনিভার্সাল হেলথ সার্ভিসেস এন্ড ডায়াগনস্টিক সেন্টারে তদুপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। নোউ ক্যান্সারের প্রকল্প পরিচালক শাকিল রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিম বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের রাজশাহী বিভাগের হেড অফ ইমার্জিং একাউন্টস এরশাদুল হক। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের কি একাউন্টস ম্যানেজার সুব্রত কল্যাণ শীল, বিজনেস ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর বিধান কুমার, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ তৌকীর আহমেদ, নোউ ক্যান্সার ফোরামের সেলফ কেয়ার প্রকল্পের পরিচালক মাসুমুল হক সিয়াম, খাদিজাতুল কুবরা মুক্তা, নোউ ক্যান্সারের এক্সিকিউটিভ হাঙ্গার প্রজেক্ট এর এলাকা সমন্বয়কারী আসির উদ্দিন প্রমূখ।
সদস্য মোসতারি রাব্বানী, হাসিনা খাতুন, ইউনিভার্সাল হেলথ সার্ভিসেস এর পরিচালক গুলশান আরা, শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রমুখ।
নোউ ক্যান্সার ফোরামের সেলফ কেয়ার কর্মসূচির ১৫০ জন স্বেচ্ছাব্রতির প্রত্যেকের জন্য গ্রামীণফোনের পক্ষ থেকে কর্পোরেট সিম প্রদান করা হয়। নোউ ক্যান্সার ফোরাম পত্নীতলা এবং ধামইরহাট উপজেলায় ক্যান্সার সহ দুরোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং কাউন্সিলিং করে আসছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সার্বজনীন স্বাস্থ্য সেবার অংশ হিসেবে নোউ ক্যান্সার ফোরাম নাগরিকদের স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে সেলফ কেয়ার কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির লক্ষ্য অর্জনে পার্টনারশিপ গড়ে তোলার অংশ হিসেবে গ্রামীণফোনের সাথে সিম বিনিময় কার্যক্রম অনুষ্ঠিত হলো।