
আব্দুন নুর নাহিদ
সম্প্রতি স্কুল জীবনের প্রেমের গল্প নিয়ে রোমান্টিক ঘরনার নাটক উপহার দিলেন দর্শকনন্দিত অভিনেতা ফরহাদ বাবু। নাটকটিতে তার বিপরীতে ছিলেন মডেল ও অভিনেত্রী শাকিলা পারভীন। প্রকাশ পাওয়া নাটকটির নাম 'তোমার মায়ায়'। নাটকটি ফাতেমা এ্যানির রচনায়, পরিচালনা করেছেন এস এম তারেক রহমান। গো-ডাউন ফিল্ম ইউটিউব চ্যানেলে নাটকটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। নাটকে অভিনয় করেছেন আখি আক্তার, ফৌজিয়া উম্মে বর্ষাসহ আরো অনেকে।
নাটকে ফরহাদ বাবু ও শাকিলা পারভীন এর অভিনয় দেখে মুগ্ধ দর্শক। পাশাপাশি এই জুটিকে নিয়ে করছেন ইতিবাচক সব মন্তব্য। অনেকে শাকিলার সঙ্গে ফরহাদের জুটিকেও স্বাগত জানাচ্ছেন। 'তোমার মায়ায়' নাটকে দুজনের রসায়ন দেখে অনেক প্রযোজক ও পরিচালকই আগ্রহী হচ্ছেন তাদের নিয়ে।
শাকিলা পারভীন বলেন তারেক ভাইয়ের সাথে এটাই আমার প্রথম কাজ। তিনি গোছানো ও পরিপাটি একজন মানুষ। নাটকে কাজের ক্ষেত্রেও একদম তাই। ফরহাদ বাবুর সাথে আগেও নাটকে কাজ করেছি তিনি ভালো অভিনয় করেন। দর্শকরা নাটকটি দেখছেন এবং আলোচনা ও প্রশংসা করছেন। এটাই অনেক বড় প্রাপ্তি।
ফরহাদ বাবু বলেন, গল্প ও চরিত্রটি আমাকে টেনেছে। আমি নিজের মত করে অভিনয় করতে পেরেছি। অভিনয় করতে বেশ ভালো লেগেছে দর্শকরাও প্রশংসা করেছে এতে আমি সত্যিই মুগ্ধ।
নাটকটি নিয়ে পরিচালক এস এম তারেক রহমান বলেন, 'তোমার মায়ায়' নাটকটি তৈরিতে রোমান্টিকতাকেই প্রাধান্য দিয়েছি। সংলাপ ও দক্ষ অভিনয়ের মধ্য দিয়ে তা দারুণভাবে উপভোগ্য হয়েছে। দর্শক এমনটাই বলছেন। আর দর্শকের প্রশংসাই আমার আনন্দ ও তৃপ্তি। ফরহাদ ও শাকিলা জুটিকে একটি চ্যালেঞ্জ নেয়ার চেষ্টা করেছিলাম। আমার মনে হয় সেই চ্যালেঞ্জে আমি জয়ী হয়েছি। অনেকেই এই দুজনকে নিয়ে নাটক নির্মাণের কথা ভাবছেন এখন। দর্শকরা যখন প্রশংসা করেন তখন মুগ্ধ হই। দর্শকদের প্রশংসার মধ্য দিয়ে পরবর্তী কাজের অনুপ্রেরণা পাই।