বহুদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছিল অভিনেত্রী অনুষা বিশ্বনাথন ও পরিচালক আদিত্য সেনগুপ্ত নাকি প্রেম করছেন। তবে এই নিয়ে গুঞ্জন নিয়ে অনুষা বা আদিত্য কেউই মুখ প্রকাশে কিছু বলেননি।
বরং নিজেদের এই গুঞ্জন কানে আসলেই, ‘উই আর জাস্ট ফ্রেন্ড’ বলেছেন। তবে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তারকাদের কিছু ছবি ভাইরাল হয়েছে, যা নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা।
সম্প্রতি অনুষা ও আদিত্য গেছেন পোল্যান্ডে। সেখানে যাওয়ার পরে ইনস্টাগ্রাম একাধিক ছবি শেয়ার করেছেন। এমনকী স্টোরিতে দিয়েছে মার্কিন পপতারকা টেলার সুইফটের কনসার্টে দুজনের হাজির থাকার ভিডিও। এসব দেখেই অনুরাগীরা বলছে, অনুষা-আদিত্য প্রেম করছেন!
একজন ভক্ত লিখেছেন, সেই বন্ধুত্ব থেকেই প্রেম। অনুষা বিশ্বনাথনকে বড় পর্দার পাশাপাশি ওয়েব সিরিজেও দেখা গিয়েছে। তবে ‘জল থই থই ভালাবাসা’ ধারাবাহিকের এখন টেলিপর্দার জনপ্রিয় মুখ তিনি।
পরিচালক আদিত্যর সঙ্গে বহুদিন ধরেই বন্ধুত্ব তার। ২০২২ সালে আদিত্যর ‘মিশন দুগ্গা দুগ্গা’ ছবিতে অভিনয় করেন অনুষা। পরিচালক হিসেবে আদিত্যের বেশ প্রশংসাও করেছিলেন তিনি।