অমীমাংসিত চলে যাওয়া
মো. সেলিম হাসান দুর্জয়
০১. <অমীমাংসিত চলে যাওয়া>
কে কাকে দিলাম ছেড়ে?
আমি না তুমি!
তোমার প্রয়োজন ছিল দেহে
আমি নিমগ্ন ছিলাম প্রেমের স্নেহে,
অস্পষ্ট উত্তরটা তাই
বিস্ময়ে যায় বেড়ে!
০২. <অমীমাংসিত চলে যাওয়া>
আমার সমগ্রতার মালিকানা
ভোগদখল শাসন বারণ - তোমার অধিকার
তোমার প্রশ্নে আমার এতটুকু দাবি
সভ্য মুখে নাকি নির্লজ্জ - কুৎসিত বলাৎকার।
০৩. <অমীমাংসিত চলে যাওয়া>
আমি হাসলে- তুমি বলো
সেটা অন্য নারীর নেশা
তুমি তখনো শোকাতুর - যখন
অন্য পুরুষের বিছানা ঘেঁষা!
০৪. <অমীমাংসিত চলে যাওয়া>
তুমি শান্ত রাখো আমায় মুখের বুলিতে
নিজে হয়ে বহুগামী
তুমি সাধুই বটে
ভন্ড প্রতারক শুধু আমি।
০৫. <অমীমাংসিত চলে যাওয়া>
তুমি।
অপূর্ব অপরূপা লাস্যময়ী নারী নিশ্চয়ই
আমার স্বপ্ন অধিক প্রেমময়ী বিস্ময়ই
সারাবেলা সারাক্ষণ আমি
তোমার অনুরণনে- গহীন মনে
শুধু সংসারটা তোমার অন্য জনে।
০৬. <অমীমাংসিত চলে যাওয়া>
ছুটি!
মাত্র দেড় বছর
মা হয়ে ফিরবে - কথা দিয়েছো
আগামী কদম ফোঁটা আষাঢ়ে,
এসে দেখে যেও - কবরের নামফলক
ঢেকে গেছে দূর্বাঘাসে।