মৌলভীবাজারে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ক্বিরাত ও গজল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সদর উপজেলাধীন খলিলপুর ইউপির বাগারাই দক্ষিণ পাড়া হিলফুল ফুজুল ইসলামি যুব সংঘের আয়োজনে ঐ প্রতিযোগীতা অনুষ্ঠি হয়।
প্রতিযোগীতায় হাফেজ মইনুল ইসলামের সঞ্চালনায় ১৪টি মাদ্রাসা থেকে মোট ৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন- মডেল বাজার আল-হেরা হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ কাজী নজরুল ইসলাম, নাদামপুর জামে মসজিদের খতিব হাফেজ আলী আহমেদ সিদ্দিক ও নেত্রকোনা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মুজাম্মেল হক।
প্রথমার্ধে ক্বিরাত বিষয়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে ১ম স্থান অর্জন করে নূরে মদিনা হাফিজিয়অ মাদ্রাসার শিক্ষার্থী মোঃ এনামুল, সরকার বাজার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী জুবায়ের আহমদ ২য় স্থান ও দারুল হামিদিয়া মাদ্রাসার শিক্ষার্থী খাইরুল ইসলাম ৩য় স্থান অর্জন করে।
দ্বিতীয়ার্ধে গজল বিষয়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে দারুল হানিফা মাদ্রাসার শিক্ষার্থী মোঃ ফয়ছল আহমদ ১ম স্থান, নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী এনামুল হক ২য় স্থান ও পংমদপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী সিদ্দিকুর রহমান ৩য় স্থান অর্জন করে।
প্রতিযোতীতা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সিতার আলী, পরিচালক আব্দুল মুতলিব,সহ সভাপতি এলাইছ মিয়া, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক ও বাগারাই দক্ষিণ পাড়া জামে মসজিদের খতিব,হা:মাও:ইব্রাহিম আহমদ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া শেরপুর আঞ্চলিক শাখার সভাপতি হা: লুৎফুর রহমান, দারুল আজহার লতিফিয়া সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও পরিচালক মাও:শুয়াইবুর রহমান, সাংবাদিক রিপন আহমদ, আহাদ বখত, মুক্তার মিয়া, তাহির আলী, বশির মিয়া,মতিন মিয়া, সুলতান আহমেদ প্রমুখ।
শেষে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও অন্যান্য পুরষ্কার প্রদান এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
# আলোকিত সকাল/ মোঃ ফাহাদ আহমদ