তরুণ প্রজন্মের জনপ্রিয় নির্মাতা ও চিত্রনাট্যকার মারুফ হোসেন সজীব। তার নির্মাণশৈলী অন্যদের তুলনায় আলাদা। মারুফ হোসেন সজীব ২০২১ সালে চিত্রনাট্যকার ক্যাটাগরিতে পেয়েছেন মেরিল-প্রথম আলো পুরুষ্কার। এবং একই বছর চিত্রনাট্যকার ও নির্মাতা এই দুই ক্যাটাগরিতে পেয়েছেন চ্যানেল আই পুরুষ্কার।
নতুনদের সুযোগ দেওয়ার প্রসঙ্গে মারুফ হোসেন সজীব বলেন, "নতুন অভিনেতা-অভিনেত্রীরা ইন্ডাস্ট্রিতে আসা মাত্রই যে খুব ভালো করবেন, ব্যাপারটা অবশ্যই এমন না। তাদেরকে সময় দিতে হবে। কাজের সুযোগ করে দিতে হবে। নির্মাতারাই যদি নতুনদের সুযোগ করে না দেয়, তাদের শেখার জায়গাটা কোথায়? তারা ভালো নির্মাতাদের সাথে কাজ না করলে তাদের অভিজ্ঞতার জায়গা তো শূন্যই রয়ে যাবে। কয়েক বছর পর “ভালো শিল্পী নেই, ভালো শিল্পী নেই” এই কথাটি যদি আমাদের বলতে হয়, তাহলে সেই দায়ও কিন্তু আমাদের।"