
মোঃ সম্রাট আলী দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া দৌলতপুরের হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় টলটলিপাড়া গ্রামের সিরাজুল ইসলাম সম্রাট নামে এক যুবক নগদ প্রতিনিধির কাছ থেকে ৩ লক্ষ টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন।
অভিযুক্ত সেই প্রতারক ঐ গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে।
ঘটনাটি ঘটেছে গত (৬ জানুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে বারোটা থেকে একটার মধ্যে।
ভুক্তভোগী সেই নগদ প্রতিনিধি জানান, আমি ভেড়ামারায় নগদ ডিস্টিবিউটরে চাকুরি করি। পক্ষান্তরে বিবাদী মোঃ সিরাজুল ইসলাম সম্রাট সে নিজেও নগদ ডিস্টিবিউটরে চাকুরি করিত। এই সুবাধে তাহার সাথে আমার বিশ্বস্ততা ঘটে। এক পর্যায়ে সে আমাকে সকালে ৩ লক্ষ টাকা দে আমি বিকালে অফিসে ফেরার আগে টাকা দিয়ে দিব। এই বলে সরল বিশ্বাসে তাহার থেকে বিবাদীর দেওয়া নগদ নম্বর ০১৯৪১-৯৯৯১৮৮, ০১৭১৭৯৬৯০২৭, ০১৭১৩৮১৭৩১৫, ০১৭৭৩৭০১৯৫৫, ০১৭৩৩৭৫৩১৮২, ০১৩২২১০৪৯৮২, ০১৭৬৬৩৬৯৪১৬, ০১৭৫৭৫১৬৭৭২, তে মোট ২,০০,০০০/- টাকা পাঠায় এবং ক্যাশ টাকা নগদ ১,০০,০০০/- মোট নেয়। পরবর্তীতে সে যথা সময়ের মধ্যে আমার টাকা ফেরৎ না দিয়া সে এলাকা থেকে পালাইয়া যায়। পরে শুনতে পাই যে, সে বিদেশে চলিয়া যাইতেছে। বিবাদী আমার স্বামীকে প্রলোভন দিয়া আমার স্বামীর মাধ্যমে ৩,০০,০০০/- টাকা নিয়া উক্ত টাকা প্রতারণা মূলক আত্মসাৎ করিয়া বিদেশে যাওয়ার ষড়যন্ত্র করিতেছে।
এই বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রতারণা মাধ্যমে ৩ লক্ষ টাকা নিয়ে লাপাত্তা এক যুবকের নামে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।