
নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এটিএম সালাম ও সাধারণ সম্পাদক পদে ছনি আহমেদ চৌধুরী।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপর ১২টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। শেষে নির্বাচন কমিশনার রাসেল চৌধুরী ও এম,এ আহমদ আজাদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার ফজলুর রহমান ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে- দৈনিক যায়যায়দিনের নবীগঞ্জ প্রতিনিধি এটিএম সালাম ২৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম,এ বাছিত পেয়েছেন ২০ ভোট।
এ ছাড়াও সহ-সভাপতি পদে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক বিজয়ের প্রতিধ্বনির প্রতিনিধি মুরাদ আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক কালবেলার নবীগঞ্জ প্রতিনিধি সলিলবরণ দাশ পেয়েছেন ১৭ ভোট।
৩৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি ছনি আহমেদ চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক খবর বাংলাদেশের নবীগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান শামীম পেয়েছেন ৯ ভোট।
সহ-সাধারণ পদে কোনো বিনা-প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন দৈনিক জাতীয় অর্থনীতির নবীগঞ্জ প্রতিনিধি তৌহিদ চৌধুরী।
কোষাধ্যক্ষ পদে ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক জালালাবাদ'র নবীগঞ্জ প্রতিনিধি শাহ-সুলতান আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক তরফ বার্তার নবীগঞ্জ প্রতিনিধি আবু তালেব পেয়েছেন ১৯ ভোট।
অপরদিকে নির্বাহী সদস্য পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে আনোয়ার হোসেন মিঠু, কিবরিয়া চৌধুরী, অলিউর রহমান অলি, মোঃ আলমগীর মিয়া, আশাহীদ আলী আশা, মোঃ সরওয়ার শিকদার, মোঃ রাকিল হোসেন ও এস আর চৌধুরী সেলিম নির্বাচিত হয়েছেন।
আলোকিত সকাল/ মোঃ ফাহাদ আহমদ