
মৃত্যু পৃথিবীর সবচেয়ে অনিবার্য সত্য। আল্লাহ পাক যখন যাকে ডাক দেবেন, তখনই সাড়া দিয়ে আমাদের চলে যেতে হবে। পৃথিবীতে আসার একটি ক্রম আছে, কিন্তু যাওয়ার কোনও সিরিয়াল নেই। আমাদের প্রিয়জনদের হারানোর শোক যেমন গভীর, তেমনি এটি আমাদের জন্য একটি শিক্ষা।
সম্প্রতি দারুল ইস্ক হোসাইনিয়া খানকা শরীফের নিয়মিত আশেক এবং দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল এবং প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ সোহাগের কাজিন লিটন আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইহলোক ত্যাগ করেছেন। তাদের মৃত্যুতে পরিবার ও সংশ্লিষ্টরা শোকাহত।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৫) দারুল ইস্ক হোসাইনিয়া খানকা শরীফে এক বয়ানে প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেন,
"মৃত্যু স্মরণ করা আমাদের জন্য আবশ্যক। ইসলামের হুকুম আহকাম মেনে জীবনযাপন করতে হবে এবং পাক পাঞ্জাতনের ভালোবাসা ও তাদের গোলামির মাধ্যমে ইহকাল ও পরকালে মুক্তির পথ খুঁজে পাওয়া সম্ভব।"
তিনি আরও বলেন, "এখন চলছে রজব মাস। এই পবিত্র মাসে সুলতানুল হিন্দ খাজা গরীবে নেওয়াজ আজমেরী (র.) এর ওরশ মোবারক পালনের পর শাবান মাস ও রমজান মাস আমাদের কাছে আসবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসগুলোতে বেশি বেশি দোয়া করতেন এবং রমজানের জন্য প্রস্তুতি নিতেন। আমাদেরও এখন থেকেই রমজানের প্রস্তুতি নেওয়া উচিত।"
মৃত্যুকে স্মরণ করে জীবন পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হারাম ও হালালের পার্থক্য বোঝা এবং আল্লাহর সন্তুষ্টির পথে চলাই আমাদের জীবনকে সার্থক করতে পারে। দারুল ইস্ক হোসাইনিয়া খানকা শরীফ প্রতিষ্ঠিত হয়েছে এই শিক্ষার প্রসারে, যেখানে পাক পাঞ্জাতনের আদর্শ আমাদের পথপ্রদর্শক।
আল্লাহপাক তোফাজ্জল ভাই ও লিটন ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। তাদের পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দিন এবং আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন।
আমরা সবাই যেন রমজানের বরকতময় মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমল করতে পারি। আল্লাহ আমাদের সেই সুযোগ দিন। আমীন।