ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম শুরুর দেড় থেকে দুই মাসের মধ্যেই শুরু হয়েছে বিভিন্ন দলের খেলোয়াড়দের ইনজুরির মিছিল। সেই মিছিলে রদ্রি, আন্দ্রে টের স্টেগান ছিলেন আগে থেকেই। সেখানে এবার যোগ দিলেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে।
স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে চলতি বছরের জুলাইয়ে যোগ দেন এমবাপ্পে। কিন্তু যোগ দেওয়ার মাত্র দুই মাসেরও মধ্যে ইনজুরিতে পড়লেন তিনি। চোটের কারণে অন্তত ৩ সপ্তাহ খেলতে পারবেন না এ ফরোয়ার্ড।
সংশ্লিষ্ট একটি সূত্রে খবরটি দিয়েছে জনপ্রিয় ফুটবল বিষয়ক গণমাধ্যম ইএসপিএন। চোটের কারণে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য মাদ্রিদ ডার্বিতে দেখা যাবে না এমবাপ্পেকে। কিছুটা অনিশ্চয়তা থেকে যাচ্ছে অক্টোবরের শেষ সপ্তাহে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় খেলাও।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে লা লিগায় আলাভেসের বিপক্ষে সবশেষ ম্যাচ খেলেন এমবাপ্পে। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ৮০ মিনিটে মাঠ থেকে তুলে নেয়া হয়। বুধবার (২৫ সেপ্টেম্বর) রিয়ালের পক্ষ থেকে এমবাপ্পের চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানান, অস্বস্তি হওয়ায় চোটের শঙ্কা এড়াতে এমবাপ্পে নিজেই মাঠ থেকে উঠে যেতে চেয়েছিলেন। ক্লাবের বিবৃতিতে জানানো হয়, ‘রিয়াল মাদ্রিদ মেডিকেল বিভাগের পরীক্ষায় এমবাপ্পের বাঁ পায়ে চোট পাওয়া গেছে।’
এখন এমবাপ্পেকে কতদিন খেলার বাইরে থাকতে হবে, তা অবশ্য জানানো হয়নি। ইএসপিএনকে একটি সূত্র জানায়, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এমবাপ্পেকে।