মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী।
শনিবার (২২ জুলাই) দুপুরের দিকে সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী মাতারকাপন সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ঠাঁই বন্যার্ত মানুষের মাঝে চাল, শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি বিতরণ করেন।
এ সময় জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. শাহীনা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ফয়ছল আহমদ ফুয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী কনকপুর ইউনিয়নের শাহ বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র এবং খলিলপুর ইউনিয়নের আজাদ বখত হাই স্কুল এন্ড কলেজ আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও গর্ভবতী মায়েদের চিকিৎসা সামগ্রী বিতরন করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনায় সিলেট বিভাগে বিশেষ বরাদ্ধ এসেছে। বন্যার্তদের জন্য পাঁচ হাজার মেট্রিকটন চাউল এসেছে। অধিকাংশই বিতরণ করা হয়েছে। বন্যা পরবর্তী ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন।
বিভাগীয় কমিশনার বলেন, সিলেট বিভাগে ১৭০০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিলো। এখন অনেকেই আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়িতে যাচ্ছে। তাদের ঘরবাড়ি আক্রান্ত হয়েছে। সেগুলো মেরামতে সময় লাগবে। আমরা সেখানেও তাদের পাশে থাকবো।
আলোকিত সকাল / শিহাবুর রহমান