
অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে মো. সিরাজুল ইসলাম এফসিএ'র নন-ফিকশন বই "নতুন দিগন্তে জেগেছে ভোর"। বইটি প্রকাশ করছে জ্ঞানকোষ প্রকাশনী। প্রচ্ছদ করেছেন শাহাদাত হোসেন।
প্রকাশক জানান, বইটি অমর একুশে বইমেলাইয় জ্ঞানকোষ প্রকাশনীর ২৪ নং প্যাভিলিয়নে পাওয়া যাবে। এছাড়াও বিভিন্ন অনলাইন বুকশপে বইটি পাওয়া যাচ্ছে। বইটির মলাটমূল্য ৫৫০ টাকা।
"নতুন দিগন্তে জেগেছে ভোর" লেখকের ২২তম বই। ৩৩৬ পৃষ্ঠার বইটিতে লেখক ধারণ করেছেন ২০২৪ এর গণ আন্দোলনকে। বইটিতে রক্তক্ষয়ী জুলাই-আগস্ট মাসের প্রতিটি দিনের ধারাবাহিক বর্ণনা রয়েছে।
মোঃ সিরাজুল ইসলাম এফসিএ সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার আটুলিয়া গ্রামে ১৯৭৬ সালের ২০শে আগষ্ট জন্মগ্রহন করেন। তিনি ১৯৯২ সালে এস,এস.সি পাশ করার পরে লেখালেখির জগতে প্রবেশ করেন। তিনি ১৯৯৮ সালে হিসাব বিজ্ঞানে স্নাতোকোত্তর ডিগ্রী লাভের পর ২০১১ সালে Chartered Accountant হিসাবে Qualified হন এবং ২০১৬ সালে FCA ডিগ্রী লাভ করেন। বর্তমানে পেশাদার Fellow Chartered Accountant(FCA) হিসাবে কর্মরত। তিনি অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, আন্তর্জাতিক মাতৃভাষা পদক সহ নানা সম্মাননা অর্জন করেছেন।
সিএ যদি হতে চান, অনন্ত আকাশে, রোহিঙ্গা : বিয়ন্ড দ্য বর্ডার, রোহিঙ্গা জীবনের গল্প (সীমান্তের ওপারে), হৃদয়ের প্রান্তে মোঃ সিরাজুল ইসলাম এফসিএ'র উল্লেখযোগ্য প্রকাশিত বই।
/তানজিদ শুভ্র