ইমরান নাজির ,মহেশখালী
কক্সবাজার মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামীসহ ৬ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ৫ ডিসেম্বর দিবাগত রাতে মহেশখালী থানার ওসি মোঃ কাইছার হামিদের নেতৃত্বে থানার এসআই মহসীন চৌধুরী (পিপিএম),
এসআই অসীম চন্দ্র, এস আই মোশারফসহ সঙ্গীয় ফোস নিয়ে পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৬ জন আসামীকে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী সিপাহী পাড়া গ্রামের বাসিন্দ নুরুল হকের ছেলে ছালামত উল্লাহ (৩০), কুতুবজোমের মৃত আব্দু জলিলের ছেলে নেজাম উদ্দিন (৪০), আনছারুল করিম(২৮), আবু বক্কর (৩০) ছদর আমিন (৪০) আলমগীর হোসেন (৩৫)।
মহেশখালী থানা থেকে আজ দুপুর ২টার সময় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি তদন্ত তাজ উদ্দিন।
আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অভিযানে অংশ নেওয়া এস আই মহসিন চৌধুরী পিপিএম।
এব্যাপারে মহেশখালী থানার ওসি মোঃ কাইছার হামিদ বলেন, সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ভুক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতারে মহেশখালী থানার পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযান চলমান রয়েছে।