
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন যুবলীগ সভাপতি আইন উদ্দিন ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন কৃষক লীগ সভাপতি মোঙ উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজার থেকে কার্তিকপুর গ্রামের আঃহামিদের ছেলে আইন উদ্দিন (৪১)এবং বংশীকুন্ডা বাজার আটাইশা মাছিমপুর গ্রামের মৃত একিন আলীর ছেলে মোশারফ হোসেন(৪১)কে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে,২০২৪ সালের ২৭ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে মধ্যনগর থানায় একটি মামলা দায়ের করা হয়। সে মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোর্পদ করেছে পুলিশ।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করা হয়েছে।