
তাসীন ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী তনুশ্রী রায়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
রবিবার বেলা ১০:৩০ টার দিকে মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলিটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।নিহত শিক্ষার্থী তনুশ্রী রায়ের হত্যাকারীর ফাঁসি দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন পালিত হয়। মানববন্ধন শেষে তুনশ্রী রায় হত্যাকারীর বিচারসহ সাত দফা বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে সহপাঠী ও শিক্ষার্থীরা।
সহপাঠী তনুশ্রীর হত্যাকারীর ফাঁসির দাবিতে মানিকগঞ্জ মহিলা কলেজের কয়েকশ শিক্ষার্থী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়।