মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণঃ
'ধনীদের সম্পদে রয়েছে অসহায় ও গরীবদের অধিকার' পবিত্র কুরআনের এ আয়াতকে সামনে রেখে কুমিল্লার লাকসামে প্রাতিষ্ঠানিক যাকাত ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ'র উদ্যোগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) উপজেলার আনসারিয়া ফাউন্ডেশন কমপ্লেক্সে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেক্সাস গ্রুপের এমডি, আনসারিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা ড. রশিদ আহমেদ হোসাইনী।
প্রধান অতিথি ড. হোসাইনী বলেন, প্রতিষ্ঠানিক যাকাত ব্যবস্থাই পারে সমাজ থেকে দরিদ্রতা দূর করতে। অনেকেই লোক দেখানোর জন্য শাড়ি-লুঙ্গি বিতরণ করেন। এভাবে সারাজীবন দিলেও সমাজ থেকে দরিদ্রতা দূর হবে না।
তিনি বলেন, আমরা অন্যান্য ফরজ ইবাদতের মত যাকাতকে তেমন গুরুত্ব দেই না। কারণ এই ইবাদতে পকেটে হাত দিতে হয়। সঠিকভাবে যাকাত ব্যবস্থাপনা হলে সমাজ থেকে দরিদ্রতা চিরতরে বিদায় হবে।
বিশেষ অতিথি ছিলেন, যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা ও লাকসাম পৌরসভার সাবেক মেয়র (ভারপ্রাপ্ত) আলহাজ আব্দুর রশিদ চৌধুরী।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন, যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শরীয়াহ প্রধান মুফতি আবুবকর সিদ্দিক আদদাঈ।
স্বাগত বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল (অবঃ) মোহাম্মদ সোলায়মান।
এসএম আরাফাত হোসেন ও নেয়ামতুল্লাহ সিরাজীর পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এসএম আল-আমিন ফয়েজী, নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশ'র আইন অনুসদের বিভাগীয় প্রধান ড. এবিএম মাহবুবুল ইসলাম, আনসারিয়া কমপ্লেক্সের আন্-নূর জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম, আউশপাড়া দরবারের পীর সাহেব মাওলানা আবু তাহের, ঢাকার লালবাগ আমলীগোলা জামে মসজিদের খতিব মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান।
অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন, ফাউন্ডেশনের পরিচালক প্রিন্সিপাল (অবঃ) রফিকুল ইসলাম মোল্লা।
সেমিনার শেষে আনসারিয়া কমপ্লেক্সে যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ-অসহায়দের পূণর্বাসনের লক্ষ্যে ৩২টি ছাগল, ১৩টি সেলাই মেশিন এবং ১৬ জন অমুসলিমসহ ১৮০ জন শিক্ষার্থীকে দুই হাজার টাকা করে মেধা বিকাশ বৃত্তি প্রদান করা হয়।
বক্তারা উল্লেখ করেন, যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৈশিষ্ট্য সমূহের মধ্যে রয়েছে-যাকাত বিষয়ে সচেতনতা সৃষ্টি, যে এলাকার যাকাত সে এলাকায় চাহিদার আলোকে বন্টন, দাতাদের চাহিদা মোতাবেক যাকাত ব্যয়ের খাতে বন্টন, সর্বাধিক গুরুত্ব দিয়ে শরিয়াহ পরিপালন, ইসি কমিটি ও শরিয়াহ কাউন্সিল কর্তৃক মনিটরিং ও সুপারভিশন, ইসলামী ব্যাংকে যাকাতের হিসাব পরিচালনা; সরকারি, বেসরকারি ও অভ্যন্তরীণ অডিট, মাসিক ও বার্ষিক ভিত্তিতে রিপোর্টিং; আন্তর্জাতিক, সরকারি ও শরিয়াহ কমপ্লায়েন্স, বিভিন্ন ফোরামে স্বচ্ছতা ও জবাবদিহিতার ব্যবস্থা, শাখা ভিত্তিক আদায় ও বন্টন কার্যক্রম, রিজিওনাল ও সেন্ট্রাল মনিটরিং ব্যবস্থা।
সেমিনার শেষে আনসারিয়া কমপ্লেক্সে যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আঞ্চলিক অফিস উদ্বোধন করা হয়।