ওয়াসিম উদ্দিন সোহাগ (স্টাফ রিপোর্টার) কিশোরগঞ্জ জেলা সদর ও তাড়াইল উপজেলা থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগের মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকে আইনশৃংখলা বাহিনী গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম. এ আফজল, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি,ধর্ম বিষয়ক সম্পাদক এ কে এম শামসুল ইসলাম খান মাসুম, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক মোতাহার, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী।
জানা যায়,বুধবার ২ অক্টোবর সকালে এম এ আফজলকে তার নিজ বাসা থেকে, এনায়ত করিম অমি ও ধর্ম বিষয়ক সম্পাদক একে এম সামসুল ইসলাম খান মাসুমকে মঙ্গলবার ১ অক্টোবর রাতে গ্রেফতার করে র্যাব, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অপরদিকে তাড়াইল উপজেলা থেকে সভাপতি আজিজুল হক মোতাহার এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকিকে গভীর রাতে আইনশৃংখলা বাহিনী তাদের নিজ বাসভবন থেকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের তাড়াইল থানা হস্তান্তর করে।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি তরিকুল ইসলাম ও তাড়াইল থানার ওসি মোহাম্মদ সোহেল, উভয়ের তথাের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। গ্রেফতারকৃতদের সকালে জেলা আদালতে পাঠানো হয়ে। আদালতে শুনানির পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র দুজনের জামিন মঞ্জুর করেন। তারা হলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ কে এম শামসুল ইসলাম খান মাসুম।