
এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়—অমর এ পঙ্ক্তির রচয়িতা কবি হেলাল হাফিজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
আজ শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটের
দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকরা
তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে, শাহবাগের একটি আবাসিক হোস্টেলকে
থেকে তাকে অচেতন অবস্থায় বিএসএমএমইউতে আনা হয়।
মৃত্যুর খবর নিশ্চিত করে কবির ঘনিষ্ট
সাংবাদিক ইমরান মাহফুজ ফেসবুক পোস্টে লেখেন, কবি হেলাল হাফিজ আর নেই। আমি হাসপাতালে
থেকে ২টা ৩০ মিনিটে ডাক্তারের সূত্রে নিশ্চিত করছি।
জাতীয় প্রেসক্লাবের সদস্য আবিদ আজম
জানান, আগামীকাল জাতীয় প্রেসক্লাবে হেলাল হাফিজের নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা
রয়েছে।
১৯৮৬ সালে প্রকাশিত হেলাল হাফিজের
প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ দিয়েই মানুষের হৃদয়ে আসন করে নেন তিনি।
কবি
হেলাল হাফিজ ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোণার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে
জন্মগ্রহণ করেন। বাবা খোরশেদ আলী তালুকদার পেশায় ছিলেন স্কুলশিক্ষক আর মা কোকিলা
বেগম গৃহিণী।
কবি
হেলাল হাফিজ অনেকটা বোহেমিয়ান জীবন কাটালেও সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। কবিতায়
অসামান্য অবদানের স্মারক হিসেবে হেলাল হাফিজকে ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার
দেওয়া হয়।