ইংল্যান্ডকে মাটিতে নামাল ভারত। ঘরের মাঠে ৫ ম্যাচে পিছিয়ে পড়েও ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে দলটি। অনেকটা অনভিজ্ঞ একটি দল নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ভারতকে জেতান রোহিত শর্মা।
রোহিতের ২০১৯ বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করার বিশ্ব রেকর্ড হোক বা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে প্রতিবার টিম ইন্ডিয়াকে দ্রুত সূচনা দেওয়ার দায়িত্ব কিংবা টেস্ট ক্রিকেটে অভিজ্ঞ তারকাদের অনুপস্থিতিতে, নেতা ও ওপেনার হিসাবে, তরুণ ভারতীয় দলকে পথ দেখানোর দায়িত্ব, সব কিছুই সাফল্যের সঙ্গে অর্জন করেছেন। তিনি অনেক ক্ষেত্রেই দলকে সাফল্য এনে দিয়েছেন। যদিও, তার নেতৃত্বে, দলটি একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, একটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং একটি ওয়ানডে বিশ্বকাপ সহ তিনটি আইসিসি ইভেন্ট হেরেছে।
শনিবার ইংল্যান্ডকে পঞ্চম টেস্ট হারানোর পর অনেক কথার ফাঁকে তার অবসরের বিষয়ও উঠে এসেছে। তিনি বলেন, ‘একদিন, যখন আমি জেগে উঠব এবং বুঝতে পারব যে আমি আমার ভালো ফর্মে নেই, আমি আমার সেরাটা দিতে পারব না, আমি তখন অবিলম্বে অবসর নিয়ে নেব। কিন্তু গত কয়েক বছরে, আমি আমার জীবনের সেরা ক্রিকেট খেলছি।’
রোহিতের বক্তব্যটিও সঠিক, কারণ গত কয়েক বছরে রোহিত শর্মা ভারতের সেরা ক্রিকেটার, কারণ তিনি প্রচুর রান এবং সেঞ্চুরি করেছেন। সদ্য সমাপ্ত সিরিজেও সেটা দেখা গিয়েছে।
সিরিজ জিতে ভারতীয় দলের অধিনায়ক বলেন, ‘আপনি যখন এই ধরনের একটি টেস্ট সিরিজ জেতেন, তখন মনে হয় আপনার সবকিছুই ঠিকঠাক কাজ করছে। এই সিরিজে খেলা ছেলেদের হয়তো অভিজ্ঞতার অভাব রয়েছে, তবে তারা অনেক ক্রিকেট খেলেছে এবং আমি এখানে দাঁড়িয়ে দেখেছি যে এই ছেলেরা চাপের মধ্যে বেশ ভালো পারফরমেন্স করেছে। এই জয়ের কৃতিত্ব পুরো দলকে দিতে হবে।’