
তরুণ কবি ও কথাসাহিত্যিক কামরান চৌধুরীর জন্মদিন আজ। ১৯৯৬ সালের ০৫ ডিসেম্বর চট্টগ্রামের পটিয়া উপজেলার পশ্চিম কালিয়াইশ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
গ্রামীন পরিবেশ, সবুজের সমারোহ ও খাল-বিলে ঘেরা সেই গ্রামে তাঁর শৈশবের কিছুটা সময় কাটালেও পরবর্তীতে শিক্ষা জীবন শুরু এবং বাবার সরকারি কর্মস্থলের কারণে তাঁর স্কুল জীবন কেটেছিল মফস্বল শহর কিংবা বৃহত্তম শহরে। শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরবর্তীতে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিভাগ হতে স্নাতক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম হতে একই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
স্কুল জীবন থেকেই তাঁর বাংলা সাহিত্যের প্রতি বিশেষ আগ্রহ তৈরি হয়। পড়াশোনার পাশাপাশি গল্প, কবিতা, উপন্যাসের বই পড়ার ছিল তাঁর শখ। সেই সাথে টুকটাক লেখা। তিনি মূলত তাঁর পাঠক মহলে কবি হিসেবে বেশ পরিচিতি লাভ করেছেন৷ অনেকে তাঁকে ‘বিষাদের কবি’ বলেও আখ্যা দিয়ে থাকেন। কবিতা লেখার পাশাপাশি তিনি গল্পকার হিসেবেও বেশ পরিচিতি লাভ করেছেন। বিগত তিন বছরে তাঁর প্রকাশিত তিনটি বই প্রকাশিত হয়েছে। তাঁর মধ্যে ২০২১ সালে তাঁর সম্পাদিত প্রথম বই ‘কাব্যের নিশাচর’ প্রকাশিত হয়৷ পাঠকমহলে এটি বেশ জনপ্রিয়তা লাভ করেন। পরবর্তীতে ২০২২ সালে গল্পগ্রন্থ ‘নিথর ইস্টিশন’ এবং ২০২৩ সালে ‘অখ্যায়িকা’ প্রকাশিত হয়। বিগত দুটি বইয়ের মাধ্যমে বেশ আলোচনায় আসেন তিনি। ২০২৫ বইমেলায় আসছে তাঁর লেখা প্রথম উপন্যাস ‘শেষের ছয়’। এটি মূলত ক্রাইম থ্রিলার উপন্যাস। একক বই ছাড়াও কামরান চৌধুরী'র লেখা বিভিন্ন ম্যাগাজিন, পত্রিকায়ও প্রকাশিত হয়ে থাকে।
এছাড়া ওপার বাংলার কিছু পত্রিকায় তাঁর লেখা গল্প, পত্রিকা নিয়মিত প্রকাশ করা হয়। তরুণ এই লেখকের লেখক জীবনে রয়েছে বেশ কিছু অর্জন। তাঁর মধ্যে ‘জাতীয় সেরা গল্প পুরুষ্কার’, ‘রবীন্দ্র লিটারেচার অ্যাওয়ার্ড’ অন্যতম। বর্তমানে তিনি অনলাইন প্লাটফর্ম রাইটার্স ক্লাব বিডি এর হেড অব কন্টেন্ট রাইটিং এবং আমেরিকান কাউন্সিল বাংলাদেশের বিজনেস ডেভলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছেন।