
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাস জিম্মিদের তালিকা প্রকাশ না করা পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি হবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে আজ রোববার এ তথ্য জানানো হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) যুদ্ধবিরতি শুরু না করার নির্দেশ দেওয়া হয়েছে। এটি স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় কার্যকর হওয়ার কথা ছিল।
ফিলস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, প্রযুক্তিগত কারণে এ তালিকা প্রকাশ বিলম্বিত হয়েছে।
যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় গত ১৫ জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। যুদ্ধবিরতির চুক্তিতে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনই ৭৩৭ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। আর এসব বন্দী মুক্তির বিপরীতে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।
রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে থেকেই রাফাহ থেকে সেনা প্রত্যাহার করে নিতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গাজা থেকে আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, রাফাহ শহরের কেন্দ্র থেকে সামরিক যানবাহনসহ ইসরায়েলি সেনাদের ফিরে যেতে দেখা যাচ্ছে। ইসরায়েলি সেনাদের বহর মিশরের সঙ্গে গাজার দক্ষিণ সীমান্ত বরাবর ফিলাডেলফি করিডোরের দিকে ফিরে যাচ্ছে।
এদিকে যুদ্ধবিরতি শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেও গাজার খান ইউনিসের হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে এক পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন।
গতকাল শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সঙ্গে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে গেলে গাজায় আবারও হামলা চালাবে ইসরায়েল।