
অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে প্রকাশিত হয়েছে লেখক ও সাংবাদিক ইমতিয়াজ আহমেদের গল্পগ্রন্থ ‘অসমাপ্ত রাতের ছায়া’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা কিংবদন্তী পাবলিকেশন। বইটির প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ।
প্রকাশক জানান, বইটি বইমেলায় প্রকাশনীর ৭৫, ৭৬, ৭৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া রকমারিসহ বিভিন্ন অনলাইন বুকশপ থেকে অর্ডার করা যাবে। আশা করি বইটি পাঠকের তৃষ্ণা মেটাবে।
লেখক ইমতিয়াজ আহমেদ বলেন, ‘বইয়ে মলাটবন্দী হয়েছে দুই ক্যাটাগরির গল্প। একাংশে রয়েছে অতিপ্রাকৃত এবং অপরাংশে জীবনের গল্প! বইটির গল্পগুলো পাঠককে আনন্দ দেবে... চিন্তার জগতে গোপনে একটু নাড়াও দেবে...মনে হবে এইতো আমি! আমরা! পাঠকের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করবে।’
ইমতিয়াজ আহমেদের জন্ম মাদারীপুরের শিবচরে। তিনি পেশায় শিক্ষক। পাশাপাশি পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিকতা করেন। গল্প লেখার মধ্যদিয়ে সাহিত্যচর্চার হাতেখড়ি।
তার প্রকাশিত অন্য বইসমূহ- ‘কুয়াশায় মোড়ানো বিকেল’, ‘মৃত্যু’, ‘শূন্যতা ছুঁয়ে যায়’, ‘কবিতা ও প্রেম’, ‘অশ্রু তুমি চিবুকেই হও শেষ’ এবং ‘ভূতুড়ে জঙ্গল’ প্রভৃতি।
/শুভ্র