
সাইমা বিভা:
এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে গোপাল রায় এর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কার্বাইন কার্তুজ’। বইটি প্রকাশ করছে শব্দকথা প্রকাশন। প্রচ্ছদ করেছেন তৌহিদ আহাম্মেদ লিখন।
প্রকাশক মনসুর আহমেদ জানান, ‘কার্বাইন কার্তুজ’ কবিতার বইটি অমর একুশে বইমেলায় প্রকাশনীর ১৭১ নম্বর স্টলে পাওয়া যাবে। বইটির মলাট মূল্য ২০০ টাকা।
গোপাল রায় একজন প্রেম ও দ্রোহের কবি। ‘কার্বাইন কার্তুজ’ গ্রন্থে তার ৪৯টি কবিতা রয়েছে। প্রতিটি কবিতায় রয়েছ প্রেম, দ্রোহ ও পারিবারিক ভাব-বন্ধনের চিহ্ন। গোপাল রায় বলেন, ‘বইমেলায় এসে বই হাতে নিয়ে দু এক পাতা উল্টান, ভালো লাগার কথা আপাতত থাক কিন্তু মন্দ লাগলে গালি দিতে, মশকরার হাসি দিতে মিস করবেন না!’
হাসোজ্জ্বল, উদ্যোমী, স্বপ্নবাজ ও প্রতিভাবান তরুণ গোপাল রায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্প কলার ইতিহাস বিভাগে। উদ্যোমী এই তরুণ সামাজিক কাজেও একনিষ্ঠ। কাজের স্বীকৃতি সরূপ আন্তর্জাতিক সংস্থা ওআইসি ও বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে পেয়েছেন পুরস্কারও।
গোপাল রায়ের জন্ম নীলফামারী জেলা, ডোমার উপজেলার নয়ানী বাগডোকরা গ্রামে। বাবা জয়হরি রায় ও মা সুমিত্রা রানীর তিন সন্তানের মধ্যে তিনিই বড়।
২০২৩ সালের বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘দ্বিবীজপত্রী অপুষ্পক যতিচিহ্নের স্মৃতিকাল’।
/শুভ্র