
মোঃ হেলাল তালুকদার,ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পাহাড়ি লালমাটির টিলা কাটার দায়ে জন প্রতিনিধি সহ কমপক্ষে ১২ জনকে দন্ড দেয়া হয়েছে। এর মধ্যে ৩ জনকে বিনাশ্রম কারাদন্ড ও ১০ জনকে অর্থ দন্ড দেয়া হয়েছে।বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা মোতাবেক বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারা দন্ড দেয়া হয়। এদের মধ্যে-রসুলপুর গ্রামের বাছেদের পুত্র দুলাল মিয়াকে ১ মাস,সালেংকা গ্রামের মর্তুজ আলীর পুত্র রায়হানকে ১ মাস ও আনোয়ার হোসেনের পুত্র লাল চানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অর্থ দন্ড দেয়া হয়েছে সংগ্রামপুর ইউনিয়ন বিএনপির নেতা ও মানিকপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে ইউপি মেম্বার আবু হানিফ কে ৫০ হাজার টাকা, চানতারা গ্রামের হানিফ উদ্দিনের ছেলে আতিকুর রহমানকে ৫০ হাজার টাকা,আলিমের ছেলে শাওনকে ৫০ হাজার টাকা, হোসেন আলীর ছেলে শ্রাবনকে ১৫ হাজার টাকা,মালেকের ছেলে সামাদকে ৫০ হাজার টাকা,সালামের ছেলে চান মিয়াকে ৫০ হাজার টাকা,শহিদের ছেলে বিপ্লবকে ৫০ হাজার টাকা,ধলাপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে মুকুলকে ২৫ হাজার টাকা,মুরাইদ গ্রামের মফিজের ছেলে নুরুল ইসলামকে ৫০ হাজার টাকা,গুন গ্রাম বাহাজ উদ্দিনের ছেলে মাসুদ রানাকে ১লাখ টাকা,ঘাটাইল পশ্চিম: পাড়া গ্রামের তায়েব আলী আকন্দের ছেলে মুক্তাদির আলমকে ১ লাখ টাকা,সাগরদিঘি গ্রামের ইব্রাহিমের ছেলে মোস্তফা সুলতানকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজি: মোছা: শারমিন ইসলাম ও নির্বাহী ম্যাজি. এসিল্যান্ড সাবরিনা আক্তার এ দন্ড প্রদান করেন। জানতে চাইলে,ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজি.মোছাঃ শারমিন ইসলাম দৈনিক আলোকিত সকাল কে বলেন, গত ২ মাসে ৫০টির বেশী মোবাইল কোর্ট করা হয়েছে।পরিবেশ সুরক্ষায় আমরা সকল অভিযান অব্যাহত রাখব।