তানজিদ শুভ্র: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বুধবার (০৭ আগস্ট) রাত ৮টায় কেন্দ্রীয় শহিদ মিনারে সাম্প্রতিক সময়ে শাহাদাৎ বরণকারীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এসময় তারা শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন।
অংশগ্রহণকারীরা বলেন, স্বাধীন দেশ পাওয়ার ক্ষেত্রে যাঁদের ভূমিকা ভুলবার মতো নয় তাঁরা আমাদের মাঝে অমর হয়ে আছেন এবং থাকবেন। তাঁদের ত্যাগ থেকে আমাদের শিক্ষা নিয়ে দেশটাকে এমন একটা দেশের মর্যাদা দিতে হবে যেন বিশ্ববাসী আমাদের থেকে শিখতে পারে।
এদিন সকালে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে থানা ও আশেপাশে ভাংচুরকৃত স্থানে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বুধবার সকাল ১১টায় শুরু হওয়া শিক্ষার্থীদের উদ্যোগে সম্প্রতি ভাংচুরকৃত ফুলবাড়ীয়া থানার ভেতরে পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়। প্রায় শতাধিক শিক্ষার্থী ঝাঁটা, বস্তা নিয়ে এতে অংশ নেন। এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গনের পাশেই বঙ্গবন্ধু চত্বরও পরিষ্কার করা হয়। এসময় শিক্ষার্থীরা চত্ত্বরটিকে "২৪ শে চত্ত্বর" নামে নতুন নামকরণের আহ্বান জানান।
শিক্ষার্থীরা বলেন, রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ তারা নিয়েছে তার জন্য যতদিন সময় লাগবে ততদিনই তারা মাঠে থাকবেন।
স্বপ্রণোদিত হয়ে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ফুলবাড়ীয়ার সচেতন মহল শিক্ষার্থীদের এসব কার্যক্রমকে সাধুবাদ জানান।
/শুভ্র