
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন তারুণ্যের ফুলবাড়িয়া'র আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বিকাল ৩ টায় সন্তোষপুর উচ্চ বিদ্যালয় মাঠে নাওগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড বনাম ৮নং ওয়ার্ড প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
প্রীতি ফুটবল খেলায় সভাপতিত্ব করেন, আশ্রা ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. আবদুল হাই, প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন।বিশেষ অতিথি মোবারক হোসাইন মল্লিক সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রীতি ফুটবল ম্যাচে ৮নং ওয়ার্ড ৩ – ২ গোলে বিজয়ী হয়েছে। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তোলে দেন।