
আজিজুল ইসলাম: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পুটিজানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম (৩৮) কে ফুলবাড়ীয়া থানা ভাংচুরের মামলায় মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। পুটিজানা ইউনিয়নের বড়খিলা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শরিফুল ইসলাম ও পুটিজানা ইউনিয়নের বেড়িবাড়ী গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ৪ আগস্ট বিকেল পাঁচটার দিকে ফুলবাড়ীয়া পৌরসভার জননী সিনেমা হল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে হামলা চালানো হয়। ওই সময় ময়মনসিংহ–৬ (ফুলবাড়ীয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুল মালেক সরকার নিজে পিস্তল বের করে অন্য আসামিদের হামলা চালানোর নির্দেশ দেন। এ সময় পুলিশ সদস্যদের ওপর হামলা, থানার ওসির বাসভবনে হামলা, ফুলবাড়ীয়া থানায় হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়।
এই মামলায় শরিফুল ইসলাম কে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো দুজনকে পৃথক অভিযানে জুয়ার আসর থেকে গ্রেপ্তার করা হয়।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত শরিফুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।