
আজিজুল ইসলাম: সাংবাদিকতা একটি মহৎ ও মহান পেশা, যা সমাজে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করে—এমন মন্তব্য করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি মো. আরিফুল ইসলাম।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস এখনও অটুট। তাই মুক্ত ও স্বাধীন গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে অভিহিত করা হয়।"
তিনি আরও বলেন, "ফুলবাড়ীয়ার কল্যাণের স্বার্থে হিংসা-বিভেদ ভুলে প্রেসক্লাব আজ সুসংগঠিত হয়েছে, যা অত্যন্ত ইতিবাচক। তবে যদি কেউ বিভক্তির চিন্তা করে, বৃহত্তর স্বার্থে আমরা তাদের একত্রিত করার চেষ্টা করবো।”
সভায় ফুলবাড়ীয়া প্রেসক্লাবের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্য দুই সদস্য হলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা।
সাধারণ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক রফিক আহমেদ মিঠু, আলহাজ্ব মো. নূরুল ইসলাম খান, লেখক ও গবেষক মোত্তালিব দরবারী, সাংবাদিক মো. রফিকুল ইসলাম, আল এমরান, হাফিজুল ইসলাম স্বপন, বশির আহম্মেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেসক্লাবের সভাপতি মো. আরিফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
সভাটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের আহ্বায়ক মো. আব্দুল হালিম।