
মোঃ সম্রাট আলী দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি)'র রিফাইতপুর ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান এর সৌজন্য আমদহ ক্রিকেট ক্লাবের খেলোয়ারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি ) দুপুর ৩ টার সময় উপজেলার পিয়ারপুর ইউনিয়নের অন্তর্গত আমদহ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খেলোয়াড়দের মাঝে ক্রিয়া সামগ্রী তোলে দেওয়া হয়৷
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র রিফাইতপুর ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, জাতীয়তাবাদী কৃষকদল দৌলতপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, ছাত্র নেতা আজিম আহামেদ, রেজাউল করিমসহ প্রমুখ।
এসময় আব্দুল মান্নান বলেন,আমি এই এলাকার সন্তান। আমাদের উপজেলার যুব সমাজকে মাদকসহ সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এবং ক্রীড়ামুখী করতে এই উদ্যোগ গ্রহণ করেছি। তারই ধারাবাহিতায় আজকে আমদহ ক্রিকেট ক্লাবে তরুনদের মাঝে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, আমি চাই আমাদের উপজেলার সন্তানরা সামাজিক অবক্ষয় থেকে নিজেদের দূরে রাখুক। তারা খেলাধুলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির চর্চা করুক। আমি আমার সাধ্যমতো তাদের পাশে থাকব ইনশাল্লাহ।